fbpx
Monday, September 9, 2024
spot_imgspot_img
HomeEducationচাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ

  • অকালে পক্ব হয়েছে যা – অকালপক্ব
  • অকালে উৎপন্ন-আকালিক, অকালজাত, অকালজ
  • অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান-পিঁজরাপোল
  • অকালে উৎপন্ন কুমড়া-অকালকুষ্মাণ্ড
  • অগ্রে গমন করে যে – অগ্রগামী
  • অগ্রসর হয়ে অভ্যর্থনা – প্রত্যুদগমন
  • অগ্র–পশ্চাৎ ক্রম অনুযায়ী – আনুপূর্বিক
  • অগ্রে গমন করে যে-অগ্রগামী
  • অগ্রে জন্মেছে যে-অগ্রজ
  • অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের)-সেঁজুতি
  • অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থ-দাদন
  • অতিশয় ঘটা বা জাকজমক-বড়ম্বর
  • অতর্কিত অবস্থায় আক্রমণকারী-আততায়ী
  • অতিক্রমের যোগ্য – অতিক্রমণী
  • অতিশয় ঘটা বা জাকজমক
  • অতি উচ্চ রোল – উতরোল
  • অতি উচ্চ ধ্বনি – মহাধ্বনি
  • অতিশয় রমণীয় – সুরম্য
  • অতি উচ্চ বিকট হাসি – অট্টহাসি
  • অতি আসন্ন –  অত্যাসন্ন
  • অতি শীতও নয়, অতি উষ্ণও নয়-নাতিশীতোষ্ণ
  • অতি উজ্জ্বল ও ফর্সা নারী-মহাশ্বেতা
  • অতিশয় হিসাবি-পাটোয়ারি
  • অতিকষ্টে যা নিবারণ করা যায় – দুর্নিবার
  • অতর্কিত অবস্থায় হত্যাকারী বা আক্রমণকারী–আততায়ী
  • অতীত কাহিনী-ইতিহাস
  • অতিথির আপ্যায়ন-আতিথ্য
  • অত্যাধিক সাহসী / সাহস আছে যার-দুঃসাহসী
  • অনশনে মৃত্যু-প্রায়
  • অনুসন্ধানের ইচ্ছা – অনুসন্ধিৎসা
  • অনুচিত বল প্রয়োগকারী – হঠকারী
  • অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
  • অনেক অভিজ্ঞতা আছে যার – বহুদর্শী
  • অনেকের মধ্যে একজন – অন্যতম
  • অনেক কষ্টে অধ্যয়ন করা যায় যা-দুরধ্যয়
  • অনায়াসে যা লাভ করা যায় – অনায়াসলভ্য
  • অন্য গতি – গত্যন্তর
  • অন্য কোনো কর্ম নেই যার – অনন্যকর্মা
  • অন্য উপায় নেই যার – অনন্যোপায়
  • অন্য কোনো গতি নেই যার – অনন্যগতি
  • অন্য বারে(অন্য সময়ে) – বারান্তর
  • অন্য দিকে মন যার – অন্যমনা
  • অন্য গতি নেই যার – অগত্যা
  • অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ-উপচার
  • অন্য কারো প্রতি আসক্ত হয়না যে নারী-অনন্যা
  • অন্য দেশ – দেশান্তর
  • অন্য গ্রাম – গ্রামান্তর
  • অন্য মত – মতান্তর
  • অন্য লোক – লোকান্তর
  • অন্য জন্ম – জন্মান্তর
  • অন্য কাল – কালান্তর
  • অন্তরের ভাব জানেন যিনি – অন্তর্যামী
  • অন্ধকার রাত্রি – তামসী
  • অন্তর্গত অপ যার – অন্তরীপ
  • অন্ত নেই যার – অনন্ত
  • অন্তরে যা ঈক্ষণ (দেখার) যোগ্য-অন্তরিক্ষ
  • অন্তরে জল আছে এমন (নদী)-অন্তঃসলিলা
  • অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে – অন্নগতপ্রাণ
  • অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য-জলপান
  • অন্ধকার রাত্রি-তামসী
  • অবিবাহিত কন্যার গর্ভজাত সন্তান – কালীন
  • অবিবাহিত ব্যক্তি – অকৃতদার, অনূঢ়
  • অব্যক্ত মধুর ধ্বনি – কলতান
  • অবলীলার সঙ্গে সাবলীল
  • অবশ্যই যা হবে – অবশ্যম্ভাবী
  • অব্যক্ত মধুর ধ্বনি বা সুর-কলতান
  • অবশ্য হবে/ঘটবে যা-উন্নাসিক
  • অণুর ভাব-অণিমা
  • অণুকে দেখা যায় যার দ্বারা – অণুবীক্ষণ
  • অণ্বেষণ করার ইচ্ছা – অণ্বেষা
  • অণু থেকে তৈরি-আণবিক
  • অল্পকাল স্থায়িত্ব যার – ক্ষণস্থায়ী
  • অল্প কথা বলে যে – অল্পভাষী
  • অল্প পরিশ্রমে শ্রান্ত নারী – ফুলটুসি
  • অলংকারের ধ্বনি – শিঞ্জন
  • অক্ষিতে কাম যার (যে নারীর)-কামাক্ষী
  • অক্ষির অগোচরে – পরোক্ষ
  • অক্ষির সমক্ষে বর্তমান – প্রত্যক্ষ
  • অক্ষির সমীপে-সমক্ষ
  • অক্ষি পত্রের (চোখের পাতা) লোম-অক্ষিপক্ষ্ম
  • অহনের পূর্বাংশ – পূর্বাহ্ন
  • অহনের মধ্য অংশ – মধ্যাহ্ন
  • অহনের অপর অংশ – অপরাহ্ন
  • অহংকার নেই যার – নিরহংকার
  • অভিজ্ঞতার অভাব আছে যার – অনভিজ্ঞ
  • অভ্যন্তরে জল আছে যার-অন্তঃসলিল
  • অশ্বের চালক – সাদি, সারথি
  • অশ্ব রাখার স্থান – আস্তাবল
  • অধ্যাপনা করেন যিনি – অধ্যাপক
  • অর্ধেক সম্মত – নিমরাজি
  • অরিকে জয় করেছে যে – অরিজিৎ
  • অর্থহীন উক্তি – প্রলাপ
  • অস্ত্রের দ্বারা উপচার – অস্ত্রোপচার
  • অভ্রকে লেহন করে যে – অভ্রংলেহী
  • অপকার করার ইচ্ছা – অপচিকীর্ষা
  • অপনয়ন বা দূর করা যায় না যা-অনপনেয়
  • অপনয়ন বা দূর করা কষ্টকর যা-দূরপনেয়

  • আইন বিরোধী – বে–আইনি
  • আকাশ ও পৃথিবী – ক্রন্দসী
  • আকাশ মাধ্যমে আগতবাণী – আকাশবাণী
  • আকাশ স্পর্শ করে যা – আকাশস্পর্শী
  • আকাশে বেড়ায় যে – খেচর, আকাশচারী
  • আকাশে গমন করে যা- বিহগ/ বিহঙ্গ
  • আকাশে যে বিচরণ করে – নভোচারী
  • আকস্মিক দুর্দৈব – উপদ্রব
  • আকাশে উড়ন্ত ধূলিরাশি  : ধূলিপটল
  • আকালের বছর – দুর্বছর
  • আগামীকালের পরের দিন – পরশু
  • আগমনের কোনো তিথি নেই যার- অতিথি
  • আঘাতের বিপরীত – প্রত্যাঘাত, প্রতিঘাত
  • আঘাতের বদলে আঘাত – প্রত্যাঘাত, প্রতিঘাত
  • আত্মাকে অধিকার করে — অধ্যাত্ম
  • আমার সদৃশ – মাদৃশ
  • আত্মাকে অধিকার করে – অধ্যাত্ম
  • আবক্ষ জলে নেমে স্নান – অবগাহন
  • আলো ছড়ায় যে পাখি — আলোর পাখি
  • আরোহন করে যে – আরোহী
  • আরাধনার যোগ্য – আরাধ্য
  • আরোগ্য হওয়া কঠিন এমন- দুরারোগ্য
  • আদি নেই যার – অনাদি
  • আদি থেকে অন্ত পর্যন্ত – আদ্যন্ত
  • আদব কায়দা জানে না যে- বেয়াদব
  • আপনাকে ভুলে থাকে যে – আত্মভোলা
  • আয়ুর জন্য হিতকর – আয়ুষ্য
  • আয় বুঝে যিনি ব্যয় করেন – মিতব্যয়ী
  • আহারে সংযম আছে যার- মিতাহারী 
  • আপনার রং লুকায় যে – বর্ণচোরা
  • আপনাকে কেন্দ্র করে যার চিন্তা – আত্মকেন্দ্রিক
  • আপনাকে যে পণ্ডিত মনে করে – পণ্ডিতম্মন্য
  • আপনাকে যে হত্যা করে – আত্মঘাতী
  • আপনাকে ভুলে থাকে যে — আত্মভোলা
  • আপনাকে কৃতার্থ মনে করেন যিনি – কৃতার্থম্মন্য
  • আট প্রহর যা পরা হয় – আটপৌরে
  • আশ্রয় করার যোগ্য- অনুজীব্য
  • আলোচনার বিষয়বস্তু — আলোচ্য
  • আদর পাচ্ছে যে- আদ্রিয়মাণ
  • আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ দ্বারা বেদপাঠ- স্বাধ্যায় 
  • আট মাসে জন্ম যার- আটাশে
  • আচারে যার নিষ্ঠা আছে – আচারনিষ্ঠ
  • আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক
  • আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার – নাস্তিক
  • আজন্ম শত্রু – জাতমত্রু
  • আগুনের ফুলকি- স্ফুলিঙ্গ
  • আমিষের অভাব- নিরামিষ
  • আমার মতো দেখায় যাকে- মাদৃশ 
  • আনন্দের সঙ্গে বর্তমান- সানন্দ
  • আমৃত্যু যুদ্ধ করে যে- সংশপ্তক
  • আশীতে বিষ যার- আশীবিষ

ই-কার

  • ইন্দ্রকে জয় করেছে যে – ইন্দ্রজিৎ
  • ইন্দ্রজাল জানেন যিনি- সৌভিক/ঐন্দ্রজালিক 
  • ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি -জিতেন্দ্রিয়
  • ইতিহাস বিষয়ে অভিজ্ঞ ‍যিনি- ইতিহাসবেত্তা 
  • ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক
  • ইতি মধ্যকার ঘটনা- ইদানীং
  • ইহার তুল্য বা সদৃশ- ঈদৃশ
  • ইহলোকে যা সামান্য নয় –অলোকসামান্য
  • ইহকাল সমন্ধীয়- ঐহিক
  • ইচ্ছার অনুরূপ বা অধীন- ঐচ্ছিক
  • ইচ্ছামত কাজ বা আচরণ যে করে-স্বেচ্ছাচারী
  • ইসলামি শাস্ত্র অনুযায়ী নির্দেশ – ফতোয়া
  • ইষ্টক নির্মিত গৃহ- অট্টালিকা
  • ইষ্টকে অতিক্রম না করে- যথেষ্ট
  • ইরাবতে জাত- ঐরাবত
  • ইক্ষু হতে জাত -ঐক্ষব
  • ঈ-কার 
  • ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক।
  • ঈশ্বরের বিষয়ে- ঐশ্বরিক  
  • ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক
  • ঈশ্বরের ভাব – ঐশ্বর্য
  • ঈষৎ কম্পিত – আধুত
  •  ঈষৎ কৃষ্ণ – কালচে
  • ঈষৎ পীতবর্ণ- আপীত
  • ঈষৎ রক্তবর্ণ- আরক্ত
  • ঈষৎ উষ্ণ- কবোষ্ণ
  • ঈষৎ নীল/ঈষৎ নীল রঙবিশিষ্ট- আনীল 
  • ঈষৎ নীলবর্ণ – নীলাভ
  • ঈষৎ হাস্য – স্মিত
  • ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট/ইষৎ আমিষ গন্ধ যার- আঁষেটে/আঁষটে
  • ঈষৎ রুগ্ন- রোগাটে
  • ঈষৎ মধুর- আমধুর
  • ঈষৎ মুক্ত- আমুক্ত
  • ঈষৎ রক্তবর্ণ- আরক্ত
  • ঈশ্বরের ভাব- ঐশ্বর্য 

উ-কার

  • উপকার করার ইচ্ছা- উপচিকীর্ষা
  • উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ
  • উপকারীর উপকার যে স্বীকার করে না- অকৃতজ্ঞ
  • উপকার করেন যিনি-উপকারক
  • উপকারের বদলে উপকার- প্রত্যুপকার
  • উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন
  • উপসনার যোগ্য- উপাস্য
  • উপন্যাস রচিয়তা- ঔপন্যাসিক
  • উপায় নেই যার- নিরুপায়
  • উপমা নেই যে নারীর- নিরুপমা
  • উপস্থিত আছে যা- বর্তমান
  • উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা- প্রত্যুৎপন্নমতিত্ব
  • উদ্দাম নৃত্য- তাণ্ডব
  • উদ্ভিদের নতুন পাতা- পল্লব/কিশলয়
  • উদগীরণ করা হয়েছে এমন- উদগীর্ণ
  • উদিত হচ্ছে যা/উদিত হচ্ছে এমন- উদীয়মান
  • উদিত হয়নি যা- অনুদিত
  • উদর সম্পর্কিত- ঔদরিক
  • উচ্চকণ্ঠে গীত- উদ্ গীত
  • উচ্চ হাস্যকারী – অট্টহাসক
  • উচ্চারণ করা যায় না যা- অনুচ্চার্য
  • উচিত নয় যা- অনুচিত
  • উড়ন্ত পাখির ঝাঁক- বলাকা
  • উৎসবের নিমিত্ত নির্মিত গৃহ- মণ্ডপ
  • উত্তপ্ত করা হয়েছে- উত্তাপিত
  • উত্তর দিক সম্পর্কিত- উদীচ্য
  • উলু উলু ধ্বনি- অলোলিকা
  • উল্লেখ করা হয় না যা- উহ্য
  • যার অস্তিত্ব স্বীকার করা হয়- ঊহ্য
  • উভয় হাত যার সমান চলে- সব্যসাচী
  • উর্বর নয় যা- ঊষর

ঊ-কার

  • ঊর্ধ্ব দিকে গতি যার/ঊর্ধ্বদিকে গমন করে যে- ঊর্ধ্বগতি
  • ঊর্ধ্ব দিকে বিচরণ করে যে- ঊর্ধ্বচারী
  • ঊর্ধ্ব থেকে নেমে আসা- অবতরণ
  • ঊর্ধ্ব বাহু যার- উদ্বাহু
  • উর্ধ্ব মুখে সাঁতার- চিৎসাঁতার
  • ঊর্ণ নাভিতে যার- ঊর্ণনাভ
  • ঊরুর হাড়- ঊর্বস্থি
  • ঋ-কার
  • ঋণ দেয় যে- উত্তমর্ণ
  • ঋণ গ্রহণ করে যে/ঋণ নেয় যে- অধমর্ণ
  • ঋণ শোধে অসমর্থ যে- দেউলিয়া
  • ঋণী নন যিনি- অঋণী 
  • ঋণগ্রস্ত অবস্থা- ঋণিতা
  • ঋষির তুল্য- ঋষিতুল্য
  • ঋষির ন্যায়- ঋষিকল্প
  • ঋতুর সম্বন্ধে- আর্তব 
  • ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি- ঋত্বিক
  • ঋষির উক্তি- আর্য 
  • ঋজুর ভাব- আর্জব 
  • এ-কার
  • এইমাত্র জন্ম যার- সদ্যোজাত
  • একই সঙ্গে/একই সময়ে- যুগপৎ
  • একই সময়ে বর্তমান- সমসাময়িক
  • একই কালে বর্তমান- সমকালীন
  • এক যুগের শেষ ও অন্য যুগের শুরু- যুগসন্ধি
  • একবার সন্তান প্রসব করেন যিনি- কাকবন্ধ্যা
  • একবার শুনলেই যার মনে থাকে- শ্রুতিধর
  • একই বিষয়ে নিবিষ্ট চিত্ত যার- একাগ্রচিত্ত
  • একই মায়ের পুত্র/একই মাতার গর্ভ জাত ভাই- সহোদর
  • একই গুরুর শিষ্য- সতীর্থ
  •  একসঙ্গে যারা যাত্রা করে- সহযাত্রী
  • একস্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়ায় যে- যাযাবর
  • একবার ফল দিয়ে মরে যায় যে গাছ- ওষধি
  • একদিকে গোঁ যার- একগুঁয়ে
  • এখনও যার শত্রু জন্মায়নি- অজাতশত্রু
  • এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ- বুকনি
  • একের ভাব- একতা/ঐক্য
  • একের পরিবর্তে অনেক- বিকল্প
  •  একতানের ভাব- ঐকতান 
  • একমত হওয়ার ভাব- ঐকমত
  • এখন ভস্মে পরিণত হয়েছে- ভস্মীভূত
  • একদিনেই তিনটি তিথির সংযোগ- ত্র্যহস্পর্শ
  • একের পরিবর্তে অপরের সই- বকলম
  • এক তারযুক্ত বাদ্যযন্ত্র- একতারা
  • এক থেকে শুরু করে ক্রমাগত- একাদিক্রমে
  • এক দিকে দৃষ্টি যার- একচোখা
  • এক দিন আয়ু বিশিষ্ট- ঐকাহিক
  • একই অর্থের শব্দ- প্রতিশব্দ
  • এঁটেল ও বেলে মাটির মিশ্রণ- দোআঁশ

ঐ-কার

  • ঐশ্বর্যের অধিকারী যিনি- ঐশ্বর্যবান/ ভগবান
  • ঐতিহাসিক কালের পূর্ববর্তী- প্রাগৈতিহাসিক
  • ঐক্যের অভাব আছে যার- অনৈক্য

ও-কার

  • ওজন করে যে- তৌলিক
  • ওষ্ঠের দ্বারা উচ্চারিত- ওষ্ঠ্য
  • ওষ্ঠ ও অধর- ওষ্ঠাধর
  • ওষধি থেকে উৎপন্ন- ঔষধ
  • ওজন পরিমাপক- তুলাদণ্ড

    ঔ-কার
  • ঔষধি থেকে জাত- ঔষধ
  • সমস্ত পদ বাঔষধের আনুষঙ্গিক সেব্য- অনুপান
  • ঔষধের বিপণি – ঔষধালয়

চলবে…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়