fbpx
Monday, November 11, 2024
spot_imgspot_img
HomeEducationবাংলা সমার্থক শব্দ বা প্রতিশব্দ

বাংলা সমার্থক শব্দ বা প্রতিশব্দ

বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। একটি বাক্যকে শ্রুতিমধুর করে উপস্থাপনের ক্ষেত্রে সমার্থক শব্দের গুরুত্ব অনেক। এক প্রতিশব্দও বলা হয়।

সম অর্থ সমান। তাহলে সমার্থক শব্দ বলতে সাধারণত বুঝায়, সমান অর্থ সম্পন্ন শব্দ’। একই অর্থ সম্পন্ন একাধিক শব্দকে সমার্থক বা প্রতিশব্দ বলে। আরও সহজ করে যদি বলা যায় তাহলে একাধিক শব্দ যখন একই অর্থ বহন করে তখন সেগুলোকে সমার্থক শব্দ বলা হয়।

একটি বাক্যে যখন একই শব্দ একাধিকবার ব্যবহার হয় তখন বাক্যটি শ্রুতিমধুরতা হারায়।সেক্ষেত্রে সমার্থক শব্দের ব্যবহারে একই শব্দের পুনরাবৃত্তি ঘটে না।

কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ বা প্রতিশব্দ সম্পর্কে জেনে নেয়া যাক-

অ-

অদম্য➟ ক্লান্তিহীন, শ্রান্তিহীন, অনলস, নিরলস, অক্লান্ত, উদ্যমী, পরিশ্রমী, অশ্রান্ত।

অক্ষত➟ সম্পূর্ণ, আস্ত, গোটা, অখন্ড, পূর্ণ, সমগ্র, সমাগ্রিক।

অনল ➟অগ্নিপাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি

অবাধ ➟ অপ্রতিবন্ধ, বাধাহীন, অবারিত, অবশীভূত।

অবকাশ ➟ সময়, ফূসরত, অবসর, ছুটি, সুযোগ, বিরাম।

অনঙ্গ ➟ কামদেব, মদন, অতনু, রতিপতি, মনসিজ, মনােজ।

অন্নদা ➟ অন্নপূর্ণা, ভগবতী, অন্নদাত্রী, দুর্গা, শিবপত্নী, উমা, অপর্ণা

অন্ধকার ➟ আঁধার, আন্ধার, তিমির, তমঃ, তমসা, তমিস্রা, আধিয়ার।

অন্তর ➟ পার্থক্য, তারতম্য, তফাৎ, ভেদ, মন, হৃদয়, ভিন্ন।

অক্ষয় ➟ চিরন্তন, ক্ষয়হীন, নাশহীন, অশেষ, অনন্ত, অব্যয়, অবিনাশী, অলয়, অনশ্বর, লয়হীন, 

               অমর, স্থায়ী।

অশ্রু ➟ চোখের জল, চোখের পানি

অখ্যাতি ➟ অপবাদ, কুখ্যাতি, নিন্দা, বদনাম, অপযশ, কুযশ।

অতনু ➟ মদন, অনঙ্গ, কাম, কন্দর্প

অঙ্গ➟ দেহ,দেহাংশ,অবয়ব,শরীর,তনু, গা, গাত্র, বপু, গতর,আকৃতি, কাঠামো।

অবস্থা➟ পরিবেশ,অবস্থান,দশা,প্রকার, রকম,গতিক, স্তিতি, ঘটনা,হাল,হালচাল,  ব্যাপার, প্রসঙ্গ,

               স্টাটাস।

আইন➟ বিধি, অনুবিধি, বিধান, উপবিধি, নিয়ম, বিহিতক, নিয়মাবলি, অধিনিয়ম, ধারা,

              বিল,কানুন, বিধিব্যবস্থা।

অতিশয় ➟ অতীব, অত্যধিক, অতিমাত্রা, অত্যন্ত, অতি, সাতিশয় ।

অটবী ➟ জঙ্গল,অরণ্য , কানন, কান্তার, বিপিন, বন।

অধিক ➟ অতিশয়, অতি, অতীব, অতিমাত্রা, অত্যন্ত অনেক, বহু, বেশি।

অল্প  ➟ কম, একটু সামান্য, তুচ্ছ, ঊষৎ, ক্ষুদ্র।

অর্থ ➟ টাকা, ধন, সম্পদ, ঐশ্বর্য, বিত্ত বৈভব।

আকার➟ আকৃতি, চেহারা, আদল, গড়ন, গঠন।

আশ্চর্য➟ অদ্ভুত,অপূর্ব, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর, আজব, তাজ্জব, 

             চমকপ্রদ, অবাক করা, মনোরম, সুন্দর।

আকুল➟ ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলি।

আকাশ➟ অম্বর, নড, আসমান, দ্যুলােক, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ।

আরম্ভ ➟ গুরু, সূচনা, ভূমিকা, সূত্রপাত, প্রাবন্ত।

আরম্ভ➟ প্রথম, আদি , অগ্র, পূর্ব, প্রাচীন, মূল।

আদেশ ➟আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা, নির্দেশ,অর্ডার ।

আলো ➟রশ্মি, দীপ্তি, প্রভা, নূর, আড্ডা, আলোক, জ্যোতি, কিরণ।

আমন্ত্রণ➟আহ্বান, নিমন্ত্রণ, সম্ভাষণ, অভ্যর্থনা, দাওয়াত, আহ্বান।

আনন্দ➟হর্ষ, আহ্লাদ, ফুর্তি, খুশি, আমোদ, মজা, পুলক, সুখ,তৃপ্তি,হরষ,সন্তোষ, পরিতোষ,

             প্রসন্নতা,হাসি, উল্লাস, মজা, তুষ্টি।          

আফসোস ➟ পরিতাপ, দুঃখ, খেদ অনুতাপ।

আধুনিক➟ সাম্প্রতিক, নবা, নবীন, বর্তমান, হালের।

আশ্চর্য ➟ বিস্ময়, চমক, অবাক।

আসল➟খাঁটি, মূল, মূলধন, যথার্থ, মৌলিক, প্রকৃত।

ইচ্ছা➟সাধ, আকাক্ষা, স্পৃহা, কামনা, বাসনা, অভিপ্রায়, অভীষ্ট, অভিলাষ, বাঞ্জা, আকাঙ্খা, মনোস্কােোনা।

ইঁদুর➟মূষিক, মূষা, চুহা।

ইদানিং➟ আজকাল, বর্তমান, সম্প্রতি, এখন, এখনকার।

ইতি ➟সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ।

ঈশ্বর➟ ভগবান, আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা।

উপকার➟ হিতকর, মঙ্গল, সাহায্য, অনুগ্রহ।

উপযুক্ত➟ উপযোগী, সমকক্ষ, সক্ষম।

উপকথা➟ উপাখ্যান, কাহিনি, গল্প, কেচ্ছা।

উপযুক্ত➟ উপযোগী, সমকক্ষ, সক্ষম।

উচিত ➟ যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য, সমীচীন।

উত্তর ➟ জবাব, প্রতিবাক্য, মীমাংশা, সাড়া, সিদ্ধা।

উত্তম ➟ভালো, অগ্রণী, অতুল, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়।

উজ্জ্বল➟ আলোকিত, প্রদীপ্ত, দীপ্তিমান, শােভমান, উদ্ভাসিত ভাস্বর, ঝলমলে, দীপ্ত।

উঁচু ➟সুউচ্চ, অত্যুচ্চ, উচ্চ, সমুন্নত, তুঙ্গ, আকাশ-ছোঁয়া, অভ্রভেদী, গগনচূম্বী।

উদাহরণ ➟ নমুনা, দৃষ্টান্ত, নজির, নিদর্শন, অতিষ্ঠা, উল্লেখ।

ঊর্ধ্ব ➟উন্নত, ঊর্ধ্বতন, উচ্চ, উপরিস্থ, ওপর।

ঊষা➟সকাল, প্রভাত, ভোর, প্রত্যুষ, ।

ঋন ➟দেনা, কর্জ,ধার।

ঋতু ➟কাল, আবর্ত,পরিক্রমা।

ঋষি ➟মুনী, যোগী, বেদমন্ত্র, রচয়িতা, অপস্বী, শাস্ত্রজ্ঞ।

ঋদ্ধ➟পুষ্ট, সমৃদ্ধ, উন্নত, সমৃদ্ধশালী, বিত্তশালী, কল্যাণকর, ঋদ্ধিমান।

একা ➟নিঃসঙ্গ,একক, একলা, কেবলমাত্র।

একতা ➟ঐক্য,একত্ব,একাত্মতা,ঐক্যবদ্ধ, মিলন,দল, অভেদ, সংগঠন, সংহতি, একীভাব।

একান্ত➟অত্যন্ত,নিতান্ত, নির্জন,ঐকান্তিক।

ঐশ্বর্য➟ ধন, সম্পদ ,বিত্ত, বৈভব, ঈশিত্ব, সিদ্ধি, বিভূতি,বসিত্ব,সম্পত্তি।

ঐক্য➟ মিল, একতা,একত্ব, অভিন্ন,ঐক্যবদ্ধ,অভেদ, সংগঠন, সংহতি, একীভাব ।

ঐতিহ্য➟ কিংবদন্তি, ঐন্দ্রজালিক, বিশ্রুতি, ইতিহাসলব্ধ গুণ। 

ঐরাবত ➟ হস্তি, হাতি, দ্বিপ, গজ, কুঞ্জর, নশ, বৃংগল।

ওজন –পরিমাপ, পরিমাণ, ক্ষমতা, শক্তি, গুরুত্ব, মর্যাদা।

ওঠা –উপরে চড়া, উত্থিত হওয়া, উদগত হওয়া,উত্তোলন করা, জাগরিত হওয়া,উত্থাপন করা।

ওজ্জ্বল — প্রখরতা,দীপ্তি, চাকচিক্য, উজ্জ্বলতা,চেকনাই।

ওষ্ঠ-অধর,ঠোঁট।

ঔদার্য ➟ মহানুভবতা, বদান্যতা, উদারতা, দয়া, উদারচিত্ত।

কোকিল ➟ বসন্তদূত,পরপুষ্ট পরভৃত, কলকণ্ঠ, পিক, অন্যপুষ্ট।

 কষ্ট ➟ দু:খ,যন্ত্রনা,মেহনত,আয়াস, ক্লেশ, পরিশ্রম ।

কঠিন  ➟দৃঢ়,শক্ত, জটিল,কঠোর, কড়া।

কপাল ➟ভাগ্য, ললাট, অদৃষ্ট, ভাল, নিয়তি, অলিক।

কুল ➟ গোত্র,গোষ্ঠী, জাতি,বংশ, গণ, সমূহ,বর্ণ, যূথ, শ্রেণী,জাত।

কূল ➟কিনারা,তীর, পাড়,তট।

কন্যা ➟তনয়া, মেয়ে, দুলালী, আত্মজা,দুহিতা,নন্দিনী, সূতা, পুত্রী।

কেনা  ➟ কেনাকাটা, খরিদ,সওদা।

কথা ➟কথন, বচন ,উক্তি, বাচ্য, ভাষ্য,বাণী।

কলহ ➟ঝগড়া, কোন্দল, বিরােধ, বিবাদ,বিসংবাদ, কাইয়া,দ্বন্দ্ব।

কলঙ্ক ➟দুর্নাম,  অপবাদ, দাগ,মালিন্য, কেলেঙ্কারী।

কল্যাণ ➟শুভ, মঙ্গল,কল্যাণযুক্ত, সমৃদ্ধি।

কিরণ ➟আভা,রশ্মি, প্রভা,অংশু।

কারণ ➟উদ্দেশ্য,হেতু, প্রয়োজন, মূল,নিমিত্ত।

কাঁদা  ➟কান্না, ক্রন্দন,কান্নাকাটি, রোদন, অশ্রুত্যাগ।

কাটা  ➟ খণ্ডন করা,কর্তন করা, খনন করা।

কেশ  ➟ চুল,অলক, কুন্তল, কবরী,চিকুর, বুঝল।

কৃষক ➟ চাষি, কর্ষক,কৃষিজীবী।

খ্যাতি ➟ সুনাম,সুযশ,সুখ্যাতি,যশ,প্রসিদ্ধি,নাম,প্রতিপত্তি,সুবাদ,প্রখ্যাতি,বিখ্যাতি,   নামযশ,নামডাক,প্রসার,প্রচার,হাতযশ,প্রতিষ্ঠা।

 খড়গ➟ কৃপাণ,তলােয়ার,অসি,তরবারি,শমসের,খঞ্জর!

খবর➟ সংবাদ,তত্ত্ব,সমাচার,বার্তা,উদন্ত,সন্দেশ,বৃত্তান্ত,তথ্য।

খুব➟ প্রচুর,অতি,প্রচণ্ড,ভীষণ,বেশ,অনেক,অত্যন্ত,উত্তম,অতিশয়

খর➟ তীব্র,প্রখর,তীক্ষ,কর্কশ,শাণিত।

খারাপ ➟ মন্দ, নিকৃষ্ট, কু, অভদ্র, বদ, নােংরা, নিকৃষ্ট, অশ্লীল, দুষ্ট, বিকল, নষ্ট।

খাঁটি ➟  বিশুদ্ধ,অকৃত্রিম,আসল,নির্ভেজাল,পবিত্র,প্রকৃত,বিশুদ্ধ,যথার্থ।

খেচর➟পাখি,বিহঙ্গ, চিরিয়া,পক্ষি, খচর,বিহঙ্গম, দ্বিজ,বিহগ, খগ

খোঁজা ➟  অন্বেষণ,অনুসন্ধান, সন্ধান, অন্বেষা, এষণা, তালাশ।

খাদ্য ➟  খাবার, আহার্য, ভোজ, অন্ন, রসদ,ভক্ষ্য, ভোজ্য, ভোজনীয়, 

             দানাপানি,খানা,অন্নজল । 

চলবে..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়