fbpx
Thursday, December 12, 2024
spot_imgspot_img
HomeEducationচাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

সাধারণভাবে বিপরীত শব্দ বলতে আমরা বুঝি,একটি শব্দ যখন অন্য আর একটি শব্দের ঠিক বিপরীত অর্থ প্রকাশ করে তখনই শব্দ দুটি একে অপরের বিপরীত শব্দ হয়ে ওঠে।

বাংলা ভাষায় বিপরীত শব্দ তিনভাবে হয়ে থাকে।

১. উপসর্গ যোগে : অপরাধী-নিরপরাধ।
২. সম্পূর্ণ ভিন্ন শব্দ যোগে : সাদা-কালো।
৩. একটি শব্দের শেষে অন্য একটি শব্দ যোগ করে: মূল্যবান-মূল্যহীন।

এবার গুরুত্বপূর্ণ কিছু স্বর-বর্ণের বিপরীত শব্দ জেনে নেই-

অকর্মক – সকর্মক

অক্ষম = সক্ষম

অগ্র = পশ্চাৎ

অগ্রিম = বকেয়া

অগ্রজ = অনুজ  [Sonali Bank – Sub-Assistant Engineer (Civil)-2016]

অগ্রগামী = পশ্চাৎগামী

অজ্ঞ = প্রাজ্ঞ

অজ্ঞান = সজ্ঞান

অচল = সচল

অচলায়তন = সচলায়তন

অচেতন = সচেতন

অণু = বৃহৎ

অতিকায় = ক্ষুদ্রকায়  [তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩]

অতিবৃষ্টি = অনাবৃষ্টি

অতীত = ভবিষ্যত

অভিমানী-নিরভিমানী

অদ্য- কল্য

অদৃশ্য- দৃশ্যমান

অধঃ = ঊর্ধ্ব

অধম = উত্তম

অধমর্ণ = উত্তমর্ণ

অধিত্যকা = উপত্যকা (বিসিএস ৪২তম) 

অনন্ত = সান্ত

অন্ত = অনন্ত [Janata bank assistant executive officer 2017 ]

অন্তরিন্দ্রিয় = বহিরিন্দ্রিয়

অনাবিল = আবিল (অর্থমন্ত্রণালয় অফিস সহকারি ২০১১) 

অনুকূল = প্রতিকূল

অনুগ্রহ = নিগ্রহ (প্রাথমিক সহকারী শিক্ষক ২০১০)

অনুরক্ত = বিরক্ত

অনুরাগ = বিরাগ (১২তম প্রভাষক নিবন্ধন ২০১৫)

অনুলোম = প্রতিলোম

অন্তর = বাহির

অবাক = সবাক

অবিরল = বিরল

অম্ল = মধুর

অর্পণ = গ্রহণ [বাংলাদেশ ব্যাংক অফিস ২০১০]

অমর = মর

অমৃত = গরল  [বাংলাদেশ রেলওয়ে খালাসী ২০২২/জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এমিরেটর ২০১৮ ]

অলস = পরিশ্রমী

অলীক = সত্য  [ অগ্রনী ব্যাংক ক্যাশ অফিসার ২০১৩/১৩তম বেসরকারী প্রভাষক নিবন্ধন পরীক্ষা ২০১৬]

অল্প = বিস্তর

অল্পপ্রাণ = মহাপ্রাণ

অশন = অনশন

অসীম = সসীম

অস্তগামী = উদীয়মান

অস্তি = নাস্তি/নেতি

অহিংস = সহিংস

আকাশ = পাতাল

আকর্ষণ = বিকর্ষণ

আকস্মিক = চিরন্তন/স্থায়ী

আকুঞ্চন = প্রসারণ     [রুপালী ব্যাংক  অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ২০২১ ]

আগত = অনাগত

আগমন = প্রস্থান/নির্গমন [পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫]

আগে = পিছে

আত্ম = পর

আত্মীয় = অনাত্মীয়

আদর = অনাদর

আদান = প্রদান

আদি = অন্ত

আদিম = অন্তিম

আদিষ্ট- নিষিদ্ধ

আদ্য = অন্ত্য

আদ্র অনাদ্র

আধার = আধেয়

আধুনিক- প্রাচীন/অনাধুনিক

আপদ = সম্পদ   

আবশ্যক = অনাবশ্যক

আবশ্যিক = ঐচ্ছিক

আবাদি = অনাবাদি

আবৃত = অনাবৃত/ উন্মুক্ত

আবাহন = বিসর্জন

আবির্ভাব = তিরোভাব  [১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৬]

আবির্ভূত = তিরোহিত

আবিষ্কার এর বিপরীত শব্দ =  অজ্ঞাত বস্তু

আবিল = অনাবিল

আমদানি = রপ্তানি

আরোহণ = অবরোহণ

আর্দ্র = শুষ্ক

আর্য = অনার্য

আলস্য = শ্রম/অনালস্য

আলো = আঁধার 

আলোক = অন্ধকার

আনকোরা- পুরানো

আশা = নিরাশা

আশীর্বাদ = অভিশাপ

আসক্ত = নিরাসক্ত

আসল = নকল

আসামি = ফরিয়াদী

আস্তিক = নাস্তিক

আস্তীর্ণ- অনাস্তীর্ণ

আস্থা = অনাস্থা

আয় = ব্যয়

আঁঠি = শাঁস

আহার = অনাহার

ইচ্ছা = অনিচ্ছা

ইজ্জত- বেইজ্জত

ইচ্ছুক = অনিচ্ছুক

ইতর = ভদ্র

ইতি = আদি

ইতিবাচক = নেতিবাচক

ইদানীন্তন = তদানীন্তন

ইন্দ্রিয়- অতীন্দ্রিয়

ইষ্ট = অনিষ্ট

ইহকাল = পরকাল

ইহা- উহা

ইহলোক = পরলোক

ইহলৌকিক = পারলৌকিক

ইস্তফা- যোগদান

 ঈ 

ঈপ্সিত- অনীপ্সিত

ঈদৃশ = তাদৃশ

ঈমান = বেঈমান

ঈশান = নৈর্ঋত

ঈর্ষা = প্রীতি

ঈষৎ = অধিক

ঈপ্সা- অনীপ্সা

উক্ত = অনুক্ত

উগ্র = সৌম্য/নম্র [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১১]

উচাটন = প্রশান্ত  [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৫ ]

উচিত = অনুচিত

উচ্চ = নীচ

উজাড় = ভরপুর

উজান = ভাটি

উজ্জ্বল = অনুজ্জ্বল

উঠতি = পড়তি

উঠন্ত = পড়ন্ত

উৎকর্ষ = অপকর্ষ 

উৎকৃষ্ট = নিকৃষ্ট

উৎরাই = চড়াই

উৎসাহ = নিরুৎসাহ

উত্তপ্ত = শীতল 

উত্তম = অধম

উত্তমর্ণ =  অধমর্ণ

উত্তর = দক্ষিণ

উত্তরায়ণ = দক্ষিণায়ন

উত্তরীয়- অন্তরীয়

উত্তরণ = অবতরন    

উত্তাপ = শৈত্য

উত্তীর্ণ = অনুত্তীর্ণ

উত্থান = পতন

উত্থিত = পতিত

উতরানো = তলানো

উদয় = অস্ত

উদ্দিষ্ট- নিরুদ্দি

উদার = সংকীর্ণ  

উদ্ধত = বিনীত/ নম্র  

উদ্বৃত্ত = ঘাটতি

উদ্বিগ্ন = নিরুদ্বিগ্ন

উদ্যত = বিরত

উদ্যম = বিরাম

উদ্ভাসিত = ম্রিয়মান

উন্নতি = অবনতি

উন্নয়ন = অবনমন

উন্নীত = অবনমিত

উন্মীলন = নিমীলন

উন্মুখ = বিমুখ

উপকর্ষ = অপকর্ষ

উপকারী = অপকারী

উপচয় = অপচয়

উপচিকীর্ষা = অপচিকীর্ষা

উপস্থিত = অনুপস্থিত

উর্বর = ঊষর/অনুর্বর

উল্লেখ = অনুল্লেখ

উষ্ণ = শীতল

উড়ন্ত = পড়ন্ত

ঊর্ধ্ব = অধঃ

ঊর্ধ্বতন = অধস্তন

ঊর্ধ্বগতি = অধোগতি

ঊর্ধ্বগামী = অধোগামী

ঊষর = উর্বর  

ঊষা = সন্ধ্যা/সন্ধ্যা

ঊহ্য = স্পষ্ট

ঋজু = বক্র, বাকা 

এক = অনেক

একতা = বিচ্ছিন্নতা

একমত- দ্বিমত/বহুমত

একান্ন = পৃথগান্ন

একাল = সেকাল

একূল = ওকূল

এখন = তখন

এদিক = ওদিক

এঁড়ে = বকনা

এলোমেলো- গোছানো

এ যুগ- সে যুগ

এরূপ- ওরূপ/সেরূপ

ঐকমত্য = মতভেদ

ঐক্য = অনৈক্য/বিভেদ

ঐদাসীন্য- আসক্তি

ঐকমত্য- মতভেদ

ঐচ্ছিক = আবশ্যিক [বাংলাদেশ রেলওয়ে]

ঐতিহাসিক = অনৈতিহাসিক

ঐশ্বর্য = দারিদ্র্য,নিঃস্ব   [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক -২০২১]

ঐহিক = পারত্রিক [বাংলাদেশ রেলওয়ে]

ওঠা = নামা

ওদিক = এদিক

ওস্তাদ = সাকরেদ, আনাড়ি

ঔদার্য = কার্পণ্য

ঔচিত্য = অনৌচিত্য

ঔজ্জ্বল্য = ম্লানিমা

ঔদাসীন্য = আসক্তি

ঔদ্ধত্য = বিনয়   [ জনতা ব্যাংক সিনিয়ার অফিসার আইটি ২০১৬]

চলবে…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়