আজ থেকে প্রায় ৪ দশক আগে বাংলাদেশ তার প্রথম এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচটি খেলে। প্রথম ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান যা ৩১ মার্চ ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে পাকিস্তান জয়লাভ করে। তবে বাংলাদেশ তার প্রথম ওডিআইটি জয় পায় কেনিয়ার বিপক্ষে ১৭ মে ১৯৯৮ সালে।
বাংলাদেশে তার এক দিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ দলীয় রান ৩৪৯/৭(৫০ওভার)। এই ম্যাচে বাংলাদেশে প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড, ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০ মার্চ ২০২৩ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
টেস্টে যত রেকর্ড
ব্যাটার
- প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে সেঞ্চুরী করেন আমিনুল ইসলাম বুলবুল, ১০ নভেম্বর ২০০০ সালে প্রতিপক্ষ ছিল ভারত।
- দ্বীতিয় বাংলাদেশী হিসেবে টেস্টে সেঞ্চুরী করেন মোহাম্মদ আশরাফুল, ৬ সেপ্টেম্বর ২০০১ সালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
- তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে সেঞ্চুরী করেন হাবিবুল বাশার সুমন, ১৫ নভেম্বর ২০০১ সালে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
- বাংলাদেশী হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শতক করেন মমিনুল হক ১২ টি।
- বাংলাদেশী হিসেবে টেস্টে সবচেয়ে বেশি অর্ধশতক করেন দুজন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনেই ৩১ টি অর্ধশতক করেন।
বোলার
- প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে পাঁচ-উইকেট নেন নাইমুর রহমান, ১০ নভেম্বর ২০০০ সালে প্রতিপক্ষ ছিল ভারত।
- দ্বীতিয় বাংলাদেশী হিসেবে টেস্টে পাঁচ-উইকেট নেন মোহাম্মদ মাঞ্জুরুল ইসলাম, ১৯ এপ্রিল ২০০১ প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
- তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে পাঁচ-উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ, ৯ জুলাই ২০০৯ প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।
- বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারি হলেন সাকিব আল হাসান। ৫৭ টেস্টে সাকিবের দখলে আছে ২১০টি উইকেট।
ওয়ানডের যত রেকর্ড
ব্যাটার
- প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরী করেন মেহরাব হোসেন অপি, ১৯৯৯ সালের ২৫ মার্চ।
- বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরী করেছেন তামিম ইকবাল,যার সংখ্যা ১৪ টি।
- বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটার হলেন তামিম ইকবাল, ২৪৩ ওয়ানডে ম্যাচে ৮৩৫৭ রান করেচে তামিম ইকবাল।
বোলার
- বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী হলেন সাকিব আল হাসান, ২৪৭ ম্যাচে ৩১৭ টি উইকেট নিয়েছেন।
- বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারী হলেন মুস্তাফিজুর রহমান, পাঁচ উইকেট শিকার করেছেন পাঁচ বার।
বাংলাদেশে তার এক দিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ দলীয় রান ৩৪৯/৭(৫০ওভার)। এই ম্যাচে বাংলাদেশে প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড, ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০ মার্চ ২০২৩ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে

টি ২০ তে যত রেকর্ড
ব্যাটার
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম অর্ধশত করেন নাজিমুদ্দিন। ২০০৭ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে নাজিমুদ্দিন ৮১ রান করেন। কিন্তু প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসাবে বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করেন তামিম ইকবাল।
বোলার
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম পাঁচ উইকেট শিকার করেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।
চলবে…
আরও দেখুন