fbpx
Monday, September 9, 2024
spot_imgspot_img
HomeTechGadgetsঅবিশ্বাস্য মূল্যে ১০৮ MP ক্যামেরা সহ ৮/১২৮ এর Symphony Innova 30

অবিশ্বাস্য মূল্যে ১০৮ MP ক্যামেরা সহ ৮/১২৮ এর Symphony Innova 30

বাংলাদেশের বাজারে একসময় তুমুল জনপ্রিয় ছিল symphony এর হ্যান্ডসেটগুলো। স্বল্প বাজেটের মধ্যে সে সময় তাদের যে ডিভাইস গুলো পাওয়া যেত, সেগুলো ছিল অসাধারণ। 

symphony ফোনগুলো দীর্ঘ সময় ধরে চালানো সম্ভব হতো বলেই, গ্রাহকদের কাছে symphony বেশ জনপ্রিয় ছিল। 

তাহলে, চলুন symphony lenovo 30 সম্পর্কে জেনে নেই-

ডিজাইন ও ডিসপ্লে:

Symphony Innova 30 ফোনটিতে থাকছে, ৬.৫৬ ইঞ্চি  IPS Incell ডিসপ্লে। 90Hz রিফ্রেশ রেট পাচ্ছেন। এছারাও রেজুলেশন পাচ্ছেন, ৭২০ x ১৬১২ পিক্সেলের। 

প্রসেসর:

হ্যান্ডসেটটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন Unisoc T616। অক্টাকোর ২.০ GHz এবং জি পি ইউ হিসেবে ব্যবহৃত হয়েছে G57@750MHz। 

স্টোরেজ ও র‌্যাম:

Symphony Innova 30 ফোনটি দুটি ভিন্ন ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে- ৬/ ১২৮ এবং ৮/ ১২৮। এর সাথে আরও সুবিধা থাকছে, ফোন মেমোরি ২৫৬ জিবির পাশাপাশি এক্সটার্নাল মেমোরি ব্যবহার করার। 

ক্যামেরা:

তিনটি ক্যামেরার কম্বিনেশনে ভালো ছবি তুলতে পারেন এই ফোনটি দিয়ে। ১০৮ মেগাপিক্সেলের (Aperture f/২.০) প্রধান ক্যামেরা তো থাকছেই, পাশাপাশি ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং সহকারী ক্যামেরা পাচ্ছেন। এছাড়াও ৮ মেগাপিক্সেলের (Aperture f/২.০) সেলফি ক্যামেরা থাকছে। ছবির গুণগতমান সাধারণত দিনের আলোতেই ভালো হয়। পিছনের ক্যামেরার সাহায্যে 1080pতে 30fps, তে video করতে পারবেন। 

ব্যাটারি:

Symphony Innova 30 ফোনটিতে ব্যাটারি থাকছে, লিখিয়াম পলিমারের ৫০০০ এমএএইচ এর। এর পাশাপাশি পাচ্ছেন ১৮ ওয়াটের ফাস্ট চার্জার এবং ৪৫ মিনিটেই ৬০% চার্জ হবে।  

পারফরম্যান্স:

Unisoc T616 প্রসেসরের জন্য ফোনটির পারফরম্যান্স তুলনামূলক কম হবে। কিন্তু অন্যান্য দিক থেকে ফোনটির পারফরম্যান্স ভালো হবে যেমন ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ৬/৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ এর পাশাপাশি ২৫৬ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করার সুবিধাতো থাকছেই।  

মডেল        Symphony Innova 30 
উন্মোচিত           ১৭ মার্চ ২০২৪ 
সর্বশেষ সংস্করণ        ১৮ মার্চ ২০২৪ 
নেটওয়ার্ক            2G, 3G, 4G,  
প্রযুক্তি            GSM / HSPA / LTE  
আকার               ১৬৪.২৭ x ৭৬. x ৮.৪৫  মি.মি 
গতি            HSPA+, LTE 
সিম                  Dual SIM (Nano-SIM, dual stand-by)   
ওজন১৯৩ গ্রাম 
ডিসপ্লেধরণ: IPS Incell, 90Hz, HD+ মাপ: ৬.৫৬ ইঞ্চি,(~90.7% screen-to-body ratio) রেজুলেশন: ৭২০ x ১৬১২ পিক্সেল, ২০.১৫:৯ অনুপাত (~২৬৯ ppi ঘনত্ব) 
অপারেটিং সিস্টেম         অপারেটিং সফটওয়্যার: Android 13  চিপসেট: Unisoc T616 প্রসেসর: অক্টাকোর ২.০ GHz  জিপিইউ: G57@750MHz   
মেমরিকার্ড স্লট: microSD, up to 256 GB অভ্যন্তরীণ: ১২৮ জিবি 
সিকিউরিটি সিস্টেম         Fingerprint, Face Unlock 
র‌্যাম৬/৮ জিবি 
রেডিওহ্যাঁ 
ক্যামেরা                পিছনে: ১০৮ মেগাপিক্সেল, (Aperture f/২.০), ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ফিচার: এআই, ইউএইচডি, স্লো মোশন, পোর্ট্রেট মোড, জিও ট্যাগিং ওয়াটারমার্ক, নাইট মোড, ইনসাইট গুগল লেন্স, প্রো মোড, প্যানোরামা, ইন্টেলিজেন্ট স্ক্যানিং, ফেস বিউটি, টাইম ল্যাপস, এইচডিআর, ফ্ল্যাশ লাইট, অটো এইচডিআর, ফ্ল্যাশ লাইট, 10x জুম   ভিডিও: ১০৮০p@৩০fps,  সেলফি: ৮ মেগাপিক্সেল f/২.০, (wide)  ভিডিও: ১০৮০p@৩০fps ফিচার: Display flash, portrait 
ব্যাটারি                        ৫০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং ১৮ ওয়াট, ৬০% ৪৫ মিনিটেই, Non-removable Li-Po  
সাউন্ড                   লাউড স্পিকার: ‘‘হ্যাঁ’’  ৩.৫ মিমি জ্যাক ‘হ্যাঁ’ 
অন্যান্য                  স্ক্রিন রেকর্ডার, গেম বুস্টার, ডিজিটাল ওয়েলবিং এবং প্যারেন্টাল কন্ট্রোল মোড, বিরক্ত করবেন না মোড, ডার্ক থিম, স্প্লিট ভিউ, স্মার্ট ব্লিঙ্ক, ডাইনামিক আইল্যান্ড, ডুয়াল অ্যাপ, ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi), তিন আঙ্গুলের স্ক্রিনশট এবং নয়েজ বাতিলকরণ, USB টাইপ-সি ২.০, ইউএসবি অন-দ্য-গো, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, হটস্পট, ব্লুটুথ, জিপিএস
সেন্সর                Fingerprint (side mounted), Face unlock, Accelerometer, Light sensor, Proximity  
মূল্য                ৬ জিবি ১২৮ জিবি ৳১১,৬৯৯ / ৮ জিবি ১২৮ জিবি ৳১২,৬৯৯  
প্রস্তুতকারক             চীন
কালার                    Mirror White, Space Green and Reflective Green 

স্পেসিফিকেশন:

  1. IPS Incell ডিসপ্লে। 
  2. ১০৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 
  3. ৬ জিবি / ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ। 
  4. ৫০০০ এমএএইচ এর ব্যাটারির জন্য চার্জের কোন চিন্তা নেই। 
  5. ১৮ ওয়াট ফাস্ট চার্জারের জন্য ফোনটিতে চার্জ হতে সময় খুবই কম লাগবে। 

দুর্বল দিক:

  1. রেজুলেশন অন্য ফোনের তুলনায় কম। 
  2. ফোনটির প্রসেসর তুলনামূলক কম। 
  3. ৫-জি নেটওয়ার্ক সাপোর্টেড নয়। 

কিনতে এখানে ক্লিক করুন।

আরো দেখেুন

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়