গ্রাহকদের খুশী করতে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অফারের ঝুড়ি সাজেয়ে প্রতিনিয়ত মেসেজ পাঠিয়ে থাকে।
কিছু কিছু ক্ষেত্রে এই মেসেজগুলো প্রয়োজনীয় হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা অত্যন্ত বিরক্তিকর।
আবার অনেক সময় গ্রাহকের অজান্তেই এই প্রমোশনাল অফারগুলো চালু হয়ে ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যায়।
তাই এই বিরক্তিকর প্রমোশনাল এসএমএস না চাইলে
গ্রামীণফোন গ্রাহকরা *১২১*১১০১#
বাংলালিংক গ্রাহকরা *১২১*৮*৬#
এবং রবি ও এয়ারটেল গ্রাহকরা *৭# ডায়াল করে ‘ডু নট ডিস্টার্ব ’সেবাটি চালু করলে বিরক্তিকর প্রমোশনাল এসএমএস বন্ধ হয়ে যাবে।
** তবে কিছু কিছু ক্ষেত্রে এই Promotional SMS বন্ধ নাও হতে পারে।
আরও দেখুন
পাওয়ার ব্যাংক কেনার আগে যা জানতে হবে