fbpx
Thursday, December 12, 2024
spot_imgspot_img
HomeTechOBS দিয়ে একসাথে Facebook এবং Youtube -এ লাইভ করবেন যেভাবে

OBS দিয়ে একসাথে Facebook এবং Youtube -এ লাইভ করবেন যেভাবে

বর্তমান এই সময়ে অনলাইন মিটিং অ্যাপগুলো ভীষন জনপ্রিয়। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানের কর্মীরা এই অ্যাপগুলোর মাধ্যমে তাদের অফিসিয়াল মিংটিং কর্মস্থলে না গিয়েও ঘরে বসে সেরে ফেলতে পারে অনায়াসে। তেমনি কোন প্রোগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করতে চাইলে OBS ব্যাপক জনপ্রিয়। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন ইউটিউব বা ফেসবুকে একসাথে লাইভ করতে চাইলে। কেননা OBS সফট্‌ওয়ারটি সম্পূর্ণ ফ্রি হলেও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একসাথে লাইভ করা যায় না। তাই আজ দেখাবো মজার একটি টিপস্ যা দিয়ে OBS ব্যবহার করেই দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একসাথে লাইভ করা যায়।

প্রথম ধাপ: OBS থেকে Facebook Live…​

প্রথমে OBS এর সেটিংস থেকে Facebook লাইভ সেটিংস কনফিগার করে নিতে হবে

OBS Settings > Stream > Service: Facebook Live
Service: Default
Stream Key: **************

দ্বিতীয় ধাপ: Youtube Live…​

Youtube Live Studio
Stream URL
rtmp://a………………    (COPY)1
Stream Key
rtmp………………….. (COPY)2

তৃতীয় ধাপ: OBS থেকে Youtube Live…​​​

এরপর OBS এর সেটিংস Output থেকে বাইপাস সার্ভার সেটিংস কনফিগার করে নিতে হবে

OBS Settings > Output
Output Mode: Advance
Recording
Type: Custom Output (FF mpeg)
FFmpeg Output Type: Output to URL
File Path or URL: rtmp://a.rtmp…(PASTE)1/(PASTE)2

[** বি:দ্র: (PASTE)1 এবং (PASTE)2 এর মাঝে অবশ্যই ‘/’ চিহ্ন ব্যবহার করতে হবে]

চতুর্থ ধাপ: OBS থেকে Automatic Recording একটিভ​

OBS Settings > Output
General
Automatically Recording when streaming -এ টিক মার্ক দিয়ে Save করতে হবে।

পঞ্চম ধাপ: OBS থেকে Streaming​

OBS থেকে
Start Streaming- ক্লিক করলেই একসাথে Facebook এবং Youtube এ একসাথে লাইভ শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়