ইনস্টাগ্রামে রিলস ব্যবহারকারীদের জন্য অন্যতম পছন্দের একটি বিষয়। তবে শর্ট ভিডিও তৈরিতে এগিয়ে টিকটক। তাই প্রতিযোগিতায় এ প্লাটফর্মটির সঙ্গে টিকে থাকতে এবার ফেসবুকেও এ ফিচার চালু হয়েছে।
এখন যেকোনো ব্যবহারকারী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিলস ভিডিও তৈরি করে শেয়ার করতে পারবে। আর এটি থেকে উপার্জনের সুবিধাও থাকছে। যারা মেটার ফেসবুক অ্যাপ এরইমধ্যে আপডেট করেছেন তারা স্টোরিজের পাশে রিলস অপশনটি দেখতে পারবে। তবে এ রিলস কীভাবে তৈরি করতে হয় সে বিষয়েও জেনে নেয়া প্রয়োজন।
প্রথমেই স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর নিউজ ফিডের উপরে থাকা রিলস অপশন সিলেক্ট করতে হবে। এবার ক্রিয়েট রিলসে ক্লিক করতে হবে। অ্যাপে থাকা ক্যামেরার সাহায্যেই ভিডিও বানানো যাবে। আবার গ্যালারি থেকেও ভিডিও নেয়া যাবে। এরপর রিলস ভিডিও আপলোড করা যাবে। যে কেউ চাইলে টাইমার সেট করেও রিলস বানাতে পারবে। এছাড়াও নিজের পছন্দমতো ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।
ভিডিও রেকর্ডিংয়ের সময় অরিজিনাল অডিও যুক্ত করার অপশন যেমন থাকবে, তেমনই ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে গান পছন্দ করেও রিলসে যুক্ত করা যাবে। এমনকি রিলস ভিডিওতে অগমেন্টেড রিয়েলিটি বা এআর ইফেক্টও ব্যবহার করা যাবে। ফেসবুকের নিজস্ব অগমেন্টেড রিয়েলিটি লাইব্রেরি রয়েছে। সেখান থেকে ইফেক্টস বেছে নেওয়া যাবে। পছন্দমতো ভিডিওর স্পিডও নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা। স্লোমোশন বা ফাস্ট ফরওয়ার্ড, দু’ধরনের অপশনই থাকবে। অডিও স্পিডও বদলানোর সুযোগ থাকছে রিলসে।