DDR5 RAM Supported Motherboard Gigabyte Z690 Aorus Elite AX
মাদারবোর্ড জগতে গিগাবাইট একটি জনপ্রিয় নাম। ইন্টেলের বিভিন্ন প্রজন্মের প্রসেসর ঘোষণা হওয়ার পরেই টেক প্রতিষ্ঠানগুলো নতুন নতুন মাদারবোর্ড তৈরির প্রতিযোগীতায় নেমে পরে। ইন্টেলের সর্বশেষ 12 জেনারেশনের প্রসেসর সিরিজের জন্য গিগাবাইটও অনেক মাদারবোর্ডের ডালি সাজিয়েছে। ডিডিআর 4 এবং 5 র্যামের সংস্করণের মাদারবোর্ড তৈরি করছে গিগাবাইট। তবে ডিডিআর5 র্যাম সর্বশেষ প্রযুক্তির হলেও ডিডিআর৪ মাদারবোর্ডের দামের ক্ষেত্রে খুব বেশি একটা পার্থক্য নেই। আজ থাকছে গিগাইটের গেমিং সিরিজের একটি মাদারবোর্ডের আদ্যপান্ত।
Gigabyte Z690 AORUS ELITE AX।
এ মাদারবোর্ড ইন্টেলের দ্বাদশ প্রজন্মের Core Series-এর প্রসেসর সাপোর্ট করলেও মূলত আনলকড্ প্রসেসর গুলোর জন্য বিশেষভাবে তৈরি। এটি ডিডিআর 5 র্যাম সমর্থন করে। Z690 AORUS গেমিং মাদারবোর্ড হল গেমিং প্ল্যাটফর্মের রাজা, শক্তিশালী পাওয়ার ডেলিভারি এবং উন্নত থার্মাল ডিজাইনের কারণে সম্পূর্ণ মেমরি ওভারক্লকিং সাপোর্ট করে। সাথে আছে দ্রুতগতির 2.5জি ল্যান এবং তার বিহীন ওয়াইফাই ইন্টারনেট সংযোগ সুবিধা।
UNBOXING
বেশ ভারী এ প্যাকেটের সবার উপরে AORUS ব্যান্ডিং নিচের দিকে z690 AORUS ELITE AX লেখা। এরপর লেখা গেমিং মাদারবোর্ড সাথে এলজিএ 17০০, অর্থাৎ এটি ইন্টেলের ১৭০০ সকেট এবং DDR 5 RAM সমর্থন করে। ডানে PCIe 5 একেবারে নিচে Intel 12th get core prosessor, চিপসেট এবং Gigabyte branding। পেছনে সবার ওপরে ব্র্যান্ডিং এবং ক্রমান্বয়ে VRM সম্পর্কিত কিছু তথ্য, মাদারবোর্ডের কিছু গুরুর্তপূর্ণ ফিচার এবং wifi এর সম্পর্কে বর্ণনা….
- প্যাকেট খুললেই প্রথমে আছে মাদারবোর্ডটি এরপর
- একটি কুইক ইনস্টলেশন গাইড
- একটি সুদৃশ্য Aorus স্টিকার
- একটি ইউজার ম্যানুয়াল
- একটি ওয়াইফাই এন্টেনা
- High Speed দুইটি সাটা কেবল
- 4 টি M.2 screw এবং
- ১টি G কানেক্টর যা দিয়ে ক্যাবিনেটের Front Panel কেবলগুলো খুব সহজেই মাদারবোর্ডে কানেক্ট করা যায়।
এবার হয়ে যাক এ মাদারবোর্ডের চুলচেরা বিশ্লেষণ
গিগাবাইটের মাদারবোর্ডটি ATX ফর্ম ফ্যাক্টর যার দৈর্ঘ্য দৈর্ঘ্য 30 দশমিক 5 সেন্টিমিটার এবং প্রস্থে 24.5 সেন্টিমিটার। এ বোর্ডে রয়েছে 16+1+2 Twin Hybrid Phases Digital power ডিজাইন যা নিশ্চিত করে সর্বোচ্চ শক্তি ও দক্ষতা। বোর্ডকে ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়েছে বড় মাপের সিলভার ও ব্ল্যাক মসফ্যাট হিটসিংক যা এর IO প্যানেল cover করে আছে। এর ওপরে AORUS argb নিয়ন লোগো এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। নিচের অংশে চিপসেট ও M.2 স্লট গুলোও মোটা হিটসিংক দিয়ে আবৃত।
Processor Support
Intel Z690 Express chip সেটের এ মাদারমোর্ড 12 প্রজন্মের কোর i9, i7, i5, i3, Pentium gold ও Celeron processor সমর্থন করে।
RAM Support
DDR 5 র্যাম সাপের্টেড এ বোর্ডে র্যাম স্লট আছে 4টি যা Dual Channel memory Architecture এ তৈরি। সাপোর্ট করে 4800Mhz থেকে সর্বোচ্চ 6000Mhz এর 128gb পর্যন্ত DDR5 Ram। আর র্যাম স্লটগুলোতে Ultra Durable Memory Armor থাকায় বেশ মজবুত।
Storage Support
এ বোর্ডে স্টোরেজ ব্যবহার করতে পারবেন ইচ্ছেমত। বোর্ডটিতে আছে 4টি আলট্রা Fast PCIe 3/4 সমর্থিত NVMe স্লট এবং ৬টি 6GB/s Sata Port।
Onboard Connector:
- মাদারবোর্ডের একবারে ওপরে CPU এর জন্য আছে 4+8 পিন ATX 12v power connector,
- ১টি CPU optional connector,
- ১টি CPU fan header connector,
- ১টি Addressable RGB header,
- ১টি 4 pin ARGB LED Header,
- ডানে 24 pin ATX main power socket connector
- USB 3.2 Gen1 header
- USB 3.2 gen 2 Type C Header
- Status Led
- Thunderbolt add in card connector
- ৬টি 6GB/s Sata connector
- এবং reset button/jumper
- একেবারে নিচের অংশে ডান থেকে Front Pannel Header,
- System fan/Water pump header
- ৩টি System fan header
- Q flash + Button
- USB 2.0 এবং 1.0 Header
- Trusted platform module
- RGB LED Strip header
- Addressable LED Header এবং
- Front Panel Audio Header
- Graphics Card এবং অন্যান্য PCIe ডিভাইসের জন্য রয়েছে সর্বশেষ প্রযুক্তির Ultra Durable Armor সমৃদ্ধ ১টি PCIe 5 connector, ও ২টি PCIe 4 connector.
Audio
High Definition Audio এর জন্য এ বোর্ডে ব্যবহার করা হয়েছে Realtek ALC 1220VB Audio IC । যা আপনার গেমিং অনুভুতিকে নিয়ে যাবে অন্য মাত্রায়। তাছাড়া এ চিপসেট বিভিন্ন ধরণের Headphone শনাক্ত করে সেই অনুসারে শব্দ প্রদানে সক্ষম। আর VB series Audio controller মাইক্রোফেনের ক্ষমতা বাড়িয়ে উন্নত Streaming এ সহায়তা করে। 7.1 Channel এর SPDIF High Definition Digital Audio এক কথায় চমৎকার
Thermal control
গেমিং মাদারবোর্ড হওয়ায় এতে বেশ বড় ও উন্নত মানের MOSFET হিটসিংক ব্যবহার করা হয়েছে। প্রতিটি M.2 ছকেটকে আবৃত করতে ব্যবহার করা হয়েছে Thermal Guard 2 এছাড়া 2x Copper PCB হওয়ায় বোর্ডের তাপমাত্রা বেশ নিয়ন্ত্রনেই থাকবে।
Connectivity
বোর্ডর 6 টি থার্মাল সেন্সর ও 6 টি PWM/DC ফ্যান হেডার এর মাধ্যমে ব্যবহৃত ফ্যানগুলো তাপমাত্রা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হয়।
দ্রুতগতিসম্পন্ন 2.5 GbE LAN connection এবং Built in WIFI 6 এর মাধ্যমে এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার আরও সহজ ও গতিময় হবে।
Gigabyte দাবি করছে এর আগের তুলনায় এ ওয়াই ফাই 6 সাড়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন।
এর সাথে যুক্ত আছে Bluetooth5। এতে Bluetooth সাপোর্টেড বিভিন্ন ডিভাইস কানেক্ট করা যাবে খুব সহজেই।
আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার ইউএসবি 3.2 Get 2×2 টাইপ সি পোর্ট। গিগাবাইট বলছে এতে সর্বোচ্চ 20 জিবিপিএস পর্যন্ত গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে।
RGB FUSION
গেমিং মাদারবোর্ড আর লাইটিং থাকবে না তা কি তা কি হয়। RGB Fusion 2 সফটওয়ারের মাধ্যমে মাদারবোর্ডের argb লাইট ও এর সাথে সংযুক্ত বিভিন্ন rgb ও argb পেরিফেরাল লাইট নিয়ন্ত্রণ ও বিভিন্ন ইফেক্ট দেওয়া যাবে।
Special Feature
Easy Tune সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজে CPU ও RAM over clock সহ পাওয়ার ম্যানেজ করা যায়। তাছাড়া System Information Viewer এর মাধ্যমে Computer এর সকল কার্যক্রম real-time মনিটর করা যায়।
এই ছিল গিগাবাইট মাদারবোর্ড এর আদ্যোপান্ত। এ মাদারবোর্ড সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন ।
এক নজরে:
- Supports 12th Gen Intel® Core™ Series Processors
- Dual Channel Non-ECC Unbuffered DDR5, 4 DIMMs
- 16*+1+2 Twin Hybrid Phases Digital Power Design with 60A DrMOS and Tantalum Polymer Capacitor
- DDR5 XTREME MEMORY Design with SMD DIMM and Shielded Memory Routing
- Fully Covered Thermal Design with High Coverage MOSFET Heatsinks
- WIFI 6 802.11ax 2T2R & BT5 with AORUS Antenna
- AMP-UP Audio with ALC1220 and WIMA Audio Capacitors
- Fast 2.5GbE LAN with Bandwidth Management
- 4 x Ultra-Fast NVMe PCIe 4.0/3.0 x4 M.2 with Enlarged Thermal Guards
- SuperSpeed USB 3.2 Gen2x2 TYPE-C® delivers up to 20Gb/s transfer speeds
- RGB FUSION 2.0 with Multi-Zone Addressable LED Light Show Design, Support Addressable LED & RGB LED Strips
- Smart Fan 6 Features Multiple Temperature Sensors , Hybrid Fan Headers with FAN STOP
- Q-Flash Plus Update BIOS without Installing the CPU, Memory and Graphics Card
- 8+8 phases parallel power design
মূল্য: ৩৩,৫০০ টাকা।
মূল্য যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে পরিবর্তনশীল তাই যে কোন সময় এর পরিবর্তত হতে পারে। তাই সর্বশেষ আপডেট জানুন এই লিংক থেকে।
Generally I don’t read post on blogs, but I would like to say that this write-up very compelled me to check out and do so!
Your writing style has been amazed me. Thank you, quite nice article.
Thanks for your comment. Keep it watching.
From start to finish, this blog post had us hooked. The content was insightful, entertaining, and had us feeling grateful for all the amazing resources out there. Keep up the great work!
Your content always manages to captivate and educate me. Keep up the fantastic work!
Thanks for your comment. Keep watching.