fbpx
Thursday, December 12, 2024
spot_imgspot_img

অদ্ভুত যত ওয়েবসাইট

অদ্ভুত যত ওয়েবসাইট

পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট আছে। এর মাঝে এমন কিছূ ওয়েবসাইট যেগুলো আপনাকে অবাক করবে। সেরকমই কিছু মজার সাইট নিয়ে এ আয়োজন। যে ওয়েবসাইটগুলো আপনি হয়ত কখনোই দেখেননি,যা আপনাকে অবাক করবেই​

Flight Radar Logo

সব ফ্লাইটের Location Track করা যাবে। Flight Number দিয়ে সেই Flight কোথায় আছে তা Live ট্র্যাক করা যাবে।

Zoomquilt logo

একটি ছবি Unlimited Zoom হতে থাকবে। আপনি যতক্ষণ এ ওয়েবসাইটে থাকবেন ততক্ষণ Zoom হবে।

Archive logo

যেকোন Website এর আর্কাইভ দেখা যাবে, শুধুমাত্র যে ওয়েবসাইটের আর্কাইভ দেখতে চান তার লিংক বসালেই হবে।

Radio Garden Logo

বিভিন্ন চরিত্র ও অবজেক্ট বা প্রাণিদের নাম বের করতে হবে কয়েকটি প্রশ্নের উত্তর অনুমান করে। সত্যিই অনেক মজার ওয়েবসাইট এটি। মজার ছলে শিশুরা শিখতে পারবে এ ওয়েবসাইট থেকে।

Caffein Calculator

পানীয়তে কি পরিমাণ Caffeine আছে এবং আপনার ওজনের সাথে মিল রেখে দিনে কতকাপ পান করতে পারবেন তা Calculate করতে পারবেন।

Screen into the void

আপনি যদি খুব রেগে থাকেন এবং live streaming পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য। যার প্রতি আপনার রাগ আছে তার সাথে আপনার সম্পর্ক ‍Sentence আকারে Type করুন। আর দেখুন মজা।

16personalities logo

আপনার ব্যক্তিত্ব কেমন তা জানতে পারবেন এই website থেকে। শুধু কয়েকটি প্রশ্নের Ranking Mark করে দিলেই জানতে পারবেন কার Personality কেমন

Slither logo

Online-এ Snake Game খেলতে চাইলে এ সাইটটিতে ঢুঁ মারতে পারেন। অন্যকে সাথে নিয়েও খেলতে পারবেন।

Instructables logo

আপনার অবসর সময়ে যদি শখের কিছু তৈরি করতে চান তাহলে এই Website আপনার জন্য। এখানে বিভিন্ন ভিডিও প্রজেক্ট ধাপে ধাপে ভিডিও আকারে বর্ণনা করা আছে।

quick draw with google

Artificial Intelligence এর মাধম্যে আপনি এই ওয়েবসাইটে Mouse ড্র্যাগ করে যা আঁকবেন সেই বস্তুর নাম Voice এর মাধ্যমে বলে দেবে। আপনার সন্তানের শেখার জন্য খুব ভাল ওয়েবসাইট হতে পারে এটি।

True Size logo

পৃথিবীর মানচিত্রে কোন দেশ অন্য দেশের তুলনায় কত ছোট বা বড় তা তুলনা করে দেখা যাবে এখানে। শুধু দেশের মানচিত্র ড্র্যাগ করে অন্য দেশের মানচিত্রের ওপর ছেড়ে দিলেই তুলনা দেখতে পারবেন। 

Akinator

বিভিন্ন চরিত্র ও অবজেক্ট বা প্রাণিদের নাম বের করতে হবে কয়েকটি প্রশ্নের উত্তর অনুমান করে। সত্যিই অনেক মজার ওয়েবসাইট এটি। মজার ছলে শিশুরা শিখতে পারবে এ ওয়েবসাইট থেকে।

Radio Time Machine logo

Musical Time Machine শুনতে চাইলে দেশের অবস্থান নির্বাচন করে ১৯০০ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গান শুনতে পারবেন। চাইলে এই গানের গতি কমিয়ে বা বাড়িয়ে শুনতে পারবেন।

play2048 logo

Online-এ মজার Puzzle game খেলতে চাইলে এ সাইটটি ঘুরে আসতে পারেন। চাইলে এই Game খেলে নিজের বুদ্ধিটাও ঝালাই করে নিতে পারবেন।

Bongo Cat Logo

Keyboard এর Key ব্যবহার করে বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর তুলতে পারবেন। আর এই সুর তৈরিতে আপনাকে সাহায্য করবে একটি বিড়াল।

Ventusky

পৃথিবীর কোথায় কেমন আবহাওয়া তা স্যাটেলাইট লাইভ দেখাবে

Tone Generator logo

বিভিন্ন ধরনের Tone Generate করা যাবে এবং এই সুরের সর্বোচ্চ শ্রবনের মাত্রা কত তা নির্ণয় করা যাবে। 

Bored

আপনি যদি কোন কারণে Bore হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটে প্রবেশ করে লাল রঙের বোতামটিকে ক্লিক করুন। ব্যাস Boreness গায়েব

Discuvver

Randomly যদি বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক আপনার ইনবক্সে পেতে চান তাহলে এখানে শুধু আপনার ইমেইল ঠিকানা দিয়ে Subscribe করুন।

Uselessweb

Randomly যদি বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক আপনার ইনবক্সে পেতে চান তাহলে এখানে শুধু আপনার ইমেইল ঠিকানা দিয়ে Subscribe করুন।