পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট আছে। এর মাঝে এমন কিছূ ওয়েবসাইট যেগুলো আপনাকে অবাক করবে। সেরকমই কিছু মজার সাইট নিয়ে এ আয়োজন। যে ওয়েবসাইটগুলো আপনি হয়ত কখনোই দেখেননি,যা আপনাকে অবাক করবেই
বিভিন্ন চরিত্র ও অবজেক্ট বা প্রাণিদের নাম বের করতে হবে কয়েকটি প্রশ্নের উত্তর অনুমান করে। সত্যিই অনেক মজার ওয়েবসাইট এটি। মজার ছলে শিশুরা শিখতে পারবে এ ওয়েবসাইট থেকে।
আপনি যদি খুব রেগে থাকেন এবং live streaming পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য। যার প্রতি আপনার রাগ আছে তার সাথে আপনার সম্পর্ক Sentence আকারে Type করুন। আর দেখুন মজা।
Artificial Intelligence এর মাধম্যে আপনি এই ওয়েবসাইটে Mouse ড্র্যাগ করে যা আঁকবেন সেই বস্তুর নাম Voice এর মাধ্যমে বলে দেবে। আপনার সন্তানের শেখার জন্য খুব ভাল ওয়েবসাইট হতে পারে এটি।
পৃথিবীর মানচিত্রে কোন দেশ অন্য দেশের তুলনায় কত ছোট বা বড় তা তুলনা করে দেখা যাবে এখানে। শুধু দেশের মানচিত্র ড্র্যাগ করে অন্য দেশের মানচিত্রের ওপর ছেড়ে দিলেই তুলনা দেখতে পারবেন।
বিভিন্ন চরিত্র ও অবজেক্ট বা প্রাণিদের নাম বের করতে হবে কয়েকটি প্রশ্নের উত্তর অনুমান করে। সত্যিই অনেক মজার ওয়েবসাইট এটি। মজার ছলে শিশুরা শিখতে পারবে এ ওয়েবসাইট থেকে।
Musical Time Machine শুনতে চাইলে দেশের অবস্থান নির্বাচন করে ১৯০০ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গান শুনতে পারবেন। চাইলে এই গানের গতি কমিয়ে বা বাড়িয়ে শুনতে পারবেন।