Tuesday, March 25, 2025
spot_imgspot_img
HomeMobileInfinix১১ হাজারেই সবকিছু পাবেন Infinix Smart 6 Plus-এ

১১ হাজারেই সবকিছু পাবেন Infinix Smart 6 Plus-এ

বাংলাদেশের জনপ্রিয় স্মার্টফোনগুলো মূলত শাওমি, রিয়েলমি, ভিভো, অপো, samsung, ও টেকনো। এই সকল স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন বাজেট সেগমেন্টের ফোন বাজারে নিয়ে আসে। আর এই আধিপত্যে ভাগ বসাতে Infinix তার নতুন মডেলর ফোন লঞ্চ করেছে। কম বাজেটে Infinix Smart 6 Plus ফোনটি হতে পারে আপনার সেরা পছন্দ। 

ডিজাইন ও ডিসপ্লে 

ফোনটিতে ৬.৬ ইঞ্চি এর আইপিএস ডিসপ্লে দিয়েছে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে পান্ডা গ্লাস ব্যবহার করেছে। এইচডি প্লাস ৭২০×১৬০০ পিক্সেল, ২০:৯ অনুপাত (২৫৭ পি পি আই ঘনত্ব)। ফোনটির পেছনের অংশ, ফ্রেম প্লাস্টিকের তৈরি এবং ফ্রন্ট গ্লাস প্যানেলে তৈরি। দুটি রং বাজারে পাওয়া যায়, একটি Tranquil Sea Blue দ্বিতীয় টি হল Miracle Black। 

প্রসেসর 

ইনফিনিক্সের এই ফোনটিতে মিডিয়াটেক এম টি ৬৭৬২G হিলিও জি২৫ (১২এনএম) এবং অক্টাকোর (4×2.0 GHz Cortex-A53 & 4×1.5 GHz Cortex-A53) ব্যবহার করা হয়েছে। 

স্টোরেজ ও র‌্যাম:

বর্তমানে বাংলাদেশের বাজারে ৪ জিবি এবং ৬৪ জিবি এর ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। তবে এক্সটার্নাল মেমোরি ব্যবহার করারও সুযোগ থাকছে। 

ক্যামেরা: 

তিনটি ক্যামেরার কম্বিনেশনে তুলনামূলক ভালো ছবি তুলতে পারবেন এই স্মার্টফোন। পিছনে মেইন ক্যামেরা ৮ মেগাপিক্সেল, f/২.০, AF, ০.৩ মেগাপিক্সেল, (depth) এবং সামনে সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল যার অ্যাপাচার f/২.০। ছবির গুণগতমান সাধারণত বিশেষ করে দিনের আলোতেই ভালো হয়। পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন HD ফরম্যাটে ৭২০p @৩০fps তে সর্বোচ্চ। 

ব্যাটারি:

দীর্ঘক্ষণ ব্যবহারের সুবিধার্থে লিথিয়াম পলিমার এর ৫০০০ এম এ এইচ ব্যাটারি পাবেন এতে। ব্যাটারিটি এক চার্জেই সারাদিন সহজেই চলবে। চার্জিং এর জন্য ১০ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন বক্সে। 

পারফরম্যান্স:

সার্বিক পারফরম্যান্সের জন্য মিডিয়াটে এটি ৬৭৬২ জি হেলিও জি-২৫ (১২ এনএম) প্রসেসর ব্যবহৃত হলেও দীর্ঘদিন ফোনটি চালাতে সাহায্য করবে।  কিন্তু গেম খেলার ক্ষেত্রে এই প্রসেসরটি  খুব বেশি একটা উপযোগী নয়। বড় কোন গেম খেলতে সমস্যা হতে পারে।

অন্যান্য ফিচার:

ওয়াই ফাই, ওটিজি, মাইক্রো ইউ এস বি ২.০, ব্লুটুথ সহ বিভিন্ন ফিচার রয়েছে। 

স্পেসিফিকেশন:

মডেল Infinix Smart 6 Plus 
উন্মোচিত০২, মার্চ, ২০২৪
সর্বশেষ সংষ্করণ০৩, মার্চ, ২০২৪
নেটওয়ার্ক 2G, 3G, 4G
আকার১৭২.৬ x ৭৭.৭ x৮.৭ মি মি (৬.৮০ x ৩.০৬ x ০.৩৪ ইঞ্চি ) 
ওজন২০২ গ্রাম (৭.১৩ oz) 
সিমDual SIM (Nano-SIM, dual stand-by)
ডিসপ্লেধরণ:  IPS LCD Panda Glass, Multitouch, 440 nits (typ)মাপ: ৬.৬ ইঞ্চি, ১১২.৩ সেমি২রেজুলেশন: এইচ ডি + ৭২০ x ১৬০০ পিক্সেল, ২০:৯ অনুপাত (~২৫৭ ppi ঘনত্ব) 
অপারেটিং সিস্টেমঅপারেটিং সফটওয়ার: Android 12 (Go edition)চিপসেট: মিডিয়াটেক এম টি ৬৭৬২G হিলিও জি২৫ (১২এনএম) প্রসেসর: অক্টাকোর (4×2.0 GHz Cortex-A53 & 4×1.5 GHz Cortex-A53) জিপিইউ: PowerVR GE8320 
মেমরিকার্ড স্লট: microSDXC (dedicated slot)অভ্যন্তরিন: ৬৪ জিবি (eMMC 5.1) 
সিকিউরিটি সিস্টেমFingerprint, Face Unlock 
র‌্যাম৪ (চার) জিবি
রেডিওহ্যাঁ 
ক্যামেরাপিছনে: ৮ মেগাপিক্সেল, f/২.০, AF, ০.৩ মেগাপিক্সেল, (depth) ফিচার: Dual-LED flash & HDR panorama ভিডিও: এইচ ডি + ১০৮০p@৩০fpsসেলফি: ৫ মেগাপিক্সেল, f/২.০ মেগাপিক্সেল ভিডিও: এইচ ডি ৭২০p @৩০fps
ব্যাটারি৫০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং ১০ ওয়াট, Non-removable Li-Po
সাউন্ডলাউড স্পিকার: হ্যাঁ ৩.৫ মিমি জ্যাক ‘না’
অন্যান্যWi-Fi 802.11 a/b/g/n, OTG, microUSB 2.0, Bluetoothসেন্সর : Fingerprint, অ্যাক্সিলোমিটার, proximity
মূল্য৳১০,৯৯৯ 
প্রস্তুতকারকচীন
কালারTranquil Sea Blue, Miracle Black

ভালো দিক: 

  1. কম বাজেটে দুর্দান্ত একটি ফোন। 
  2. হিলিও জি ২৫ প্রসেসরের জন্য ফোনটি ভালো পারফরম্যান্স দেবে।
  3. 5000 mah লিথিয়াম পলিমারের ব্যাটারি দেওয়াতে চার্জের চিন্তা নেই। 

দূর্বল দিক:

  1.  ক্যামেরার দিক থেকে অন্য ফোনের তুলন পিছিয়ে থাকবে। বিশেষ করে লো লাইট পারফরমেন্স একটু দুর্বল।
  2. ১০ ওয়াটের চার্জারের কারণে ফোনটি চার্জ হতে দীর্ঘ সময় লাগবে। 
  3. রেজুলেশন কম অন্য ফোনের তুলনায়।

আরও দেখুন

মজবুত, টেকসই Motorola Moto G (2024)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়