fbpx
Sunday, September 8, 2024
spot_imgspot_img
HomeInfoDeed: দলিলের বিভিন্ন সাংকেতিক নামের অর্থ

Deed: দলিলের বিভিন্ন সাংকেতিক নামের অর্থ

যাদের দলিলপত্র নিয়মিত দেখার অভ্যাস নেই, তাঁরা যদি দলিলপত্র দেখতে যান তবে বেশকিছু সমস্যায় পড়েন। তার মাঝে প্রথম সমস্যা হলো দলিল ও জমিসংক্রান্ত অনেক শব্দ। কেননা, দলিল ও জমিসংক্রান্ত কাগজপত্রে কিছু সাংকেতিক শব্দ অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যা দৈনন্দিন জীবনে আমাদের কথাবার্তায় খুব কম ব্যবহার করা হয়। এ কারণে, তাঁরা সেসব শব্দ বোঝেন না। এসব কারণে দালিলিক শব্দগুলো আমাদের কাছে  অনেকটাই অপরিচিত থেকে যায়। 

দলিলের এসব সাংকেতিক শব্দ বা সংক্ষিপ্ত রূপ এর অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করা হলো- 

পিং

পিং অর্থ পিতা।  দলিলে কিন্তু বেশিই ভাগ ক্ষেত্রে পিং লেখা থাকে, পিতা খুব কমেই লেখা থাকে। তাই দলিলে পিং লেখা থাকলে পিতা বুঝে নিতে হবে।

জং 

জং অর্থ স্বামী। তাই দলিলে যদি জং লেখা থাকে, তাহলে বুঝে নিতে হবে স্বামীকে।

গং

গং অর্থ সকল, সমূহ। তবে দ্বয় হলে দুজনকে বুঝায়। দলিলে যদি আবদুল করিম গং লেখা থাকে, তাহলে বুঝতে হবে, আবদুল করিমের আরও অনেক ব্যক্তি আছেন। 

সাং

সাং অর্থ ঠিকানা, বাসস্থান। দলিলপত্রে  ঠিকানার স্থানে সাং শব্দটি ব্যবহৃত হয় বা লেখা হয়।

দং

দং অর্থ দখল। 

মোং

মোং অর্থ মোকাম। 

এর অর্থ আবাস, বাসস্থান হলেও মূলত বাণিজ্য-স্থান বা বিক্রয়কেন্দ্র বোঝাতেই এটি ব্যবহৃত হয়।

এজমালি

এজমালি অর্থ যৌথ  মালিকানা বা একই জমির বহুজন মালিক। সুতরাং এজমালি সম্পত্তি বলতে আমরা যৌথ মালিকাধীন সম্পত্তিকে বুঝবো।

জঃ

জঃ অর্থ জমা। এ শব্দটি পুরাতন খতিয়ানে দেখা যায়। বিশেষ করে CS খতিয়ানে।

‘জমা’ বলতে সাধারণ অর্থে সঞ্চয় বুঝালেও ভূমি আইন ও দলিলে এর অর্থ  ভিন্ন। দলিলে জমা বলতে খাজনা/ রাজস্ব/ বার্ষিক কর বুঝায়।

কিঃ

কিঃ অর্থ কিস্তি।

ছানি

ছানি বলতে পুনর্বিবেচনার প্রার্থনাকে বুঝায়। জেলা লেবেলের কোর্টে ছানি শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন- ছানি মোকাদ্দমা।

ছোলেনামা

ছোলে অর্থ মীমাংসা/ আপোষ। আর ছোলেনামা বলতে আপস/ মীমাংসাপত্রকে বুঝায়।

কিত্তা

কিত্তা অর্থ জমির অংশ/ ভাগ।

তমঃ

তমঃ অর্থ বন্ধকনামা। অর্থাৎ জমির মালিক জমির উপর কর্জগ্রহণ করেন সরকারি স্ট্যাম্প বা কাগজমূলে কর্জদাতার কাছ থেকে। আরও সহজ করে বললে তমঃ বলতে ঋণ-স্বীকারপত্র বা খতকে বুঝায়। 

বিতং

বিতং অর্থ বিস্তারিত। 

চৌঃ

চৌঃ অর্থ চৌহদ্দি বা চারদিকের সীমানা।

খারিজ

সাধারণ অর্থে খারিজ বলতে বাতিল বুঝায়। অর্থাৎ ভূমি আইনে দলিলে একজনের নাম থেকে অন্যজনের নাম পরিবর্তনকে বুঝায়। মোটকথা, জমির মালিকানা পরিবর্তন করে নেয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়