fbpx
Sunday, September 8, 2024
spot_imgspot_img
HomeInfoBangladeshLocal Name: বিভিন্ন জিনিসের আঞ্চলিক নাম

Local Name: বিভিন্ন জিনিসের আঞ্চলিক নাম

আমাদের শিকরের বাংলা ভাষায় আঞ্চলিকতার মাধুর্য অতুলনীয়। দেশের বিভিন্ন স্থানে অনেক জিনিসই ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় যা আমরা জানিনা। এক অঞ্চলের বুলি তো অন্য অঞ্চলের গালি। অনেক সময় অন্য অঞ্চলে বেড়াতে গেলে তাদের আঞ্চলিক ভাষা বোধগম্য হয় না, তৈরি হয় নানা সমস্যা। 

এ কথা চিন্তা করেই আপনাদের জন্য আমাদের এই আয়োজন। পুরনো সে নস্টালজিক নাম গুলো ফিরিয়ে আনতেই আমাদের প্রয়াস।

জ্ঞান সীমাহীন। তাই অনুরোধ রইল যদি কোন নাম আপনার জানা থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্টে জানান। আমরা আপডেট করে দেব। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য। 

বিভিন্ন ফলের আঞ্চলিক নাম-

  • কাঁঠাল- হাট্টল, এঁচোর
  • পেয়ারা- গইয়াম, গোঁয়াছি, সপরি, হবরি
  • পেঁপে- হইয়্যে, পাপি, কোম্বা, কয়ফল
  • নারকেল- নাইকল্, নাইজ্জল,নারিকেল,নারকল, নাহোইল
  • টিপা ফল-  লুকলুকি, পাইন্যাগুলা
  • আমড়া- আঁরাঁ গুলা
  • গাব- গাগগুলা,
  • কলা- কেলা,ক্যালা
  • কামরাঙা- হঁওঁরা,কারাঙ্গা
  • খেজুর- হাজুগুলা,
  • পেয়ারা- সফরি/হফরি
  • বাতাবি লেবু- মাত্তু,জাম্বুরা,তোমপুরা

বিভিন্ন শস্যের আঞ্চলিক নাম-

  • ভুট্টা- মক্কাগুলা
  • আঁখ- আউক, কুসের
  • সুপারি–  গুয়া 

বিভিন্ন পোকা- মাকড় ও পশু-পাখির আঞ্চলিক নাম-

  • পাখি- পকি
  • শালিক- হালিক
  • কাক- কাউয়া
  • ঝিনুক- খাফনা, ঝিনেই
  • ষাঁড়- দামা
  • কুকুর-  কুত্তা
  • বিড়াল– বিলাই/মেকুর, বিলেই
  • কেঁচো–  জির, কেউচ্চা, চেরা
  • মহিষ– ভইস, ভোস
  • ছাগল– বকরি, হাইলন
  • ইঁদুর– এন্দুর, উন্দুর
  • হাঁস– আস
  • মুরগী– চড়াই, মুরহা, ডেকি
  • মোরগ– রাওয়া
  • তেলাপোকা– ত্যালাচোরা, তেলচাটা
  • পাতিশিয়াল– পাতিহাল, খেকশিয়াল
  • মাকড়সা- মাহর, মাকড়া, মাকরাসা
  • গুঁই সাপ- গুইল
  • শকুন- হগুন
  • বানর- বান্দর
  • পিঁপড়া- পিরা, পিকড়ে
  • শুকর- হুয়ার, শুয়োর
  • শামুক- হামুক, টোকরাই
  • হনুমান- অলুমান
  • পুরুষজাতীয় বিড়াল- ওলা বিলই

বিভিন্ন শাক-সবজির আঞ্চলিক নাম-

  • শাক-  হাগ্
  • বরবটি- লবিউড়ি, লুবুড়ি
  • পাটশাক- নালি হাগ, নাইল্যা, পাটা শাক
  • টমেটো- আম বাগুন, লাল বাগন
  • ডাল- কালাই
  • মিষ্টি কুমড়া- মিষ্টি লাউ, লাল কদু
  • ডাটা শাক- ডুগি, ডাঙ্গা শাক, ডাউঙ্গা
  • চাল কুমড়া- জালি কদু, জালি কুমড়া
  • শশা- হোয়া, শোয়াস
  • সীম- উসসি, সিমে
  • লেবু- লেমু, কাকজি
  • ঢেঁরস- ভেন্ডি
  • শিম- উড়ি, শিমে

বিভিন্ন মাছের আঞ্চলিক নাম-

  • চিংড়ি- ইছা,ইচলে, জালি মাছ
  • টাকি মাছ- ছেং মাছ,গড়াই,শাটি,ভুলেই,ভুরকুটি,চ্যাং
  • বোয়াল মাছ- গুয়াল মাছ
  • শিং মাছ- হিঙ্গি, শিংঙ্গি, কানছ
    মাঝারি চিংড়ি- মটকা মাছ
  • শোল মাছ- হউল মাছ

বিভিন্ন মশলা ও খাবারের আঞ্চলিক নাম 

  • তরকারী- শালুন, তকারি
  • ঝোল- শিরা, হুররা
  • পেঁয়াজি- ডালি বরা
  • শুটকি- হুকইন/হুটকি
  • লবণ- নুন

হলুদ- অলদি, হলদি

  • মরিচ- আকালি, পইত্যা, ঝাল
  • ভাজা- বিরান করা
  • সরিষার তৈল- কউররা ত্যাল, সাচি তেল, সরষের তেল
  • ভাতের মার- ফ্যান
  • পিঠা- পিডা
  • পুলি পিঠা- কুলি পঠিা, কান মুচড়ি
  • ঝাল পিঠা- নুনসা, 

বিভিন্ন সম্পর্কের আঞ্চলিক নাম-

  • শ্বশুর- হৌড়, হউর
  • শাশুড়ি- হড়ি/হউড়ি
  • ভাসুর- ভাউর
  • দেবর- দেওর
  • বোন- বইন, বনু
  • কনে- খইন্না
  • বর: দামান,জামাই
  • ছেলে- ফুয়া, চেংড়া, গেদা, পোয়া
  • মেয়ে- ফুড়ি, চেংড়ি, গেদি
  • বাচ্চা- হরুতা, হুরুত্তা, ফুরুতা, ছাওয়া, বতাই, গুরাগারা
  • পুরুষ- বেটা
  • মহিলা- বেটি, মাতারি, মায়াছল
  • মেহমান- কুটুম,সাগাই

শরীরের বিভিন্ন অঙ্গের আঞ্চলিক নাম-

  • পা- ঠেং, পাও
  • থুতনি- থুতা
  • টাকনু- মুরা,মগরা
  • মাথা- খল্লা, কাল্লা, মুন্ডু
  • চোখ- ছউক
  • হাত- আত
  • মুখমন্ডল- থোতমা
  • পাঁজর- কাডি, পা
  • লেজ- লেংগুর

বিভিন্ন পণ্যের আঞ্চলিক নাম-

  • হারিকেন- লেমটন
  • কাস্তে- খাচি
  • খাট- পালং, চহি, চকি
  • টুল- খুরসি
  • ঘুড়ি- গুড্ডি
  • কাঁথা- খেতা
  • চিরুনী- কাহই, কাকই
  • পাটি- ওগলা
  • ঝাড়ু- পিছা,ঝাটা
  • বস্তা- ছালা
  • পাতিল- পাইলা,পালে,হাড়ি
  • লাকড়ি- দাউর, নাকড়ি
  • শুকনো কলার পাতা- ফ্যাতরা,ছেতর
  • সুপারীর পাতা- বাইল,ঢাংগো
  • গেঞ্জি- গুনজি
  • লুঙ্গি- তপন
  • জামা- আঙ্গা
  • দরজা- কেওয়ার, কর্
  • মই- চংগা

দিনের বিভিন্ন ভাগের আঞ্চলিক নাম-

  • সকাল- বেইন্নাহাল, সাত সকাল, বিয়ান
  • দুপুর- দুইফর, দুইফরিবালা
  • বিকাল- ভাটিবেলা,
  • সন্ধ্যা- হাউজ্জাহাল,সাঁজ, হাইঞ্জাবালা 
  • রাত- আত, রাইত

এছাড়া আরও আছে

  • রান্নাঘর- উন্দাল,আন্দন ঘর,ওসসা
  • ছিদ্র- খানা, ফোক্কা, ফুর, কানা, ফুটা
  • জঙ্গল- আড়া
  • টক- টেংগা
  • সেহরি- ফতা
  • বজ্র- ঠাডা, বাজ,ডাক
  • থুতু- ছ্যাপ
  • বোকা- গোঙ্গা, অগা
  • রোগ- ব্যারাম
  • কচুরিপানা- ওডা,ডুপ
  • আদর- হুয়াগ, মায়া, দরদ
  • তাফাল- ধান সিদ্ধ করার বড় চুলা
  • লুকোচুরি- পলাপলি, হলাহলি, পলান্টি, লুকালুকি, লুকচুক, নুকানুকি, পলানটুক, চোর পলান, নুকাটু
  • বৃত্ত: গোল্লা
  • পানি: হানি
  • ছেলে: ফুয়া
RELATED ARTICLES

1 COMMENT

  1. I do not even know how I ended up here but I thought this post was great I dont know who you are but definitely youre going to a famous blogger if you arent already Cheers.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়