fbpx
Monday, September 16, 2024
spot_imgspot_img
HomeEducationচাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমাস- পর্ব ১

চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমাস- পর্ব ১

দ্বন্দ্ব সমাস

প্রতিটি সমস্যমান পদের সমান অর্থ প্রাধান্য পায় যে সমাসে তাকেই দ্বন্দ্ব সমাস। তবে প্রতিটি সমস্যমান পদ একটি সংযোজক অব্যয় আবার কখনো বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত থাকে।

মেমন- ভাই ও বোন = ভাই-বোন। এখানে পদ দুইটি।পূর্বপদ ‘ভাই’ ও পরপদ‘বোন’। ‘ভাই’ ও ‘বোন’ দুজনকেই ব্যাসবাক্যে সমান প্রধান্য দেয়া হয়েছে, দুটো পদেই রয়েছে শূন্য বিভক্তি। দুটো বিশেষ্য পদ। এখানে দ্বন্দ্ব সমাসের নিয়ম অনুসারে ব্যাসবাক্যে ‘ও’ রয়েছে সংযোজক অব্যয় হিসাবে।

দ্বন্দ্ব সমাসের আরও কিছু উদাহরণ-

  • বাবা ও মা=বাবা-মা,
  • দোয়াত ও কলম = দোয়াত-কলম,
  • মাতা ও পিতা = মাতাপিতা।

দ্বন্দ্ব সমাস কয়েক ধরণের হয়। যেমন-

মিলনার্থক দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান দুটি পদের মধ্যে অভিন্ন সম্পর্ক বোঝায়, তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন- 

  • ছেলে ও মেয়ে = ছেলে-মেয়ে, 
  • পিতা ও পুত্র = পিতা-পুত্র; 
  • মাছ ও ভাত = মাছ-ভাত, 
  • মা ও বাপ = মা-বাপ
  • যুবক ও যুবতি = যুবক-যুবতি
  • ভাই ও বোন = ভাই-বোন
  • জ্বিন ও পরি = জ্বিনপরি
  • নানা ও দাদা = নানা-দাদা
  • মাসি ও পিসি = মাসি-পিসি
  • মশা ও মাছি = মাশা-মাছি
  • জয়া ও পতি = দম্পতি
  • ঝি ও জামাই = ঝি-জামাই
  • শাক ও ভাত = শাকভাত
  • ঝড় ও বৃষ্টি = ঝড়বৃষ্টি
  • কাগজ ও কলম = কাগজ-কলম
  • বিদ্যা ও বুদ্ধি = বিদ্যাবুদ্ধি
  • নাচ ও গান = নাচগান
  • চা ও বিস্কুট = চা-বিস্কুট

সমার্থক দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের অর্থাৎ পূর্বপদ ও পরপদের অর্থ একই রকম বুঝায় তাকেই সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন— 

  • জন ও মানব = জনমানব; 
  • কথা ও বার্তা = কথাবার্তা, 
  • ঘর ও বাড়ি = ঘরবাড়ি, 
  • বই ও পুস্তক = বইপুস্তক, 
  • দলিল ও পত্র = দলিলপত্র
  • কুলি ও মজুর = কুলি-মজুর
  • চালাক ও চতুর = চালাকচতুর
  • কাজ ও কর্ম = কাজকর্ম
  • রীতি ও নীতি = রীতিনীতি
  • টাকা ও কড়ি = টাকাকড়ি
  • ব্যবসায় ও বাণিজ্য = ব্যবসায়-বাণিজ্য
  • লজ্জা ও শরম = লজ্জাশরম
  • ঘর ও দুয়ার = ঘর-দুয়ার
  • কল ও কারখানা = কল-কারখানা
  • সুখ ও শান্তি = সুখ-শান্তি
  • রাগ ও রাগিণী = রাগ-রাগিণী
  • লোক ও জন = লোকজন
  • হাট ও বাজার = হাটবাজার
  • ধন ও দৌলত = ধনদৌলত
  • বন ও জঙ্গল = বনজঙ্গল
  • আপদ ও বিপদ = আপদবিপদ
  • ঠাট্টা ও মশকরা = ঠাট্টা-মশকরা
  • আইন ও কানুন = আইন-কানুন
  • খাতা ও পত্র = খাতা-পত্র
  • জীব ও জন্তু = জীবজন্তু
  • মোল্লা ও মৌলভি = মোল্লা-মৌলভি
  • মণি ও মাণিক্য = মণি-মাণিক্য
  • রাজা ও বাদশা = রাজা-বাদশা
  • দুঃখ ও কষ্ট = দুঃখ-কষ্ট
  • ধন ও সম্পত্তি = ধন-সম্পত্তি
  • ধর ও পাকড় = ধর-পাকড়

বিরোধার্থক দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বৈরী ভাব প্রকাশ করে পরপদ, তাকেই বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে। 

যেমন— 

  • অহি ও নকুল = অহিনকুল, 
  • দা ও কুমড়া= দা-কুমড়া
  • দেব ও দানব= দেব-দানব
  • আসল ও নকল=আসল-নকল
  • সত্য ও মিথ্যা= সত্য- মিথ্যা
  • স্বর্গ ও নরক = স্বর্গনরক

বিপরীতার্থক দ্বন্দ্ব  

যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বিপরীত অর্থ প্রকাশ করে, তাকেই বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে।

 যেমন- 

  • দিন ও রাত = দিনরাত 
  • জোয়ার ও ভাটা = জোয়ারভাটা 
  • জমা ও খরচ = জমাখরচ 
  • আয় ও ব্যয়= আয়-ব্যয়
  • লাভ ও লোকসান= লাভ-লোকসান
  • ছোট ও বড়= ছোট-বড়
  • ছেলে ও বুড়ো= ছেলে-বুড়ো
  • আলো ও অন্ধকার= আলো-অন্ধকার
  • লাল ও নীল= লাল-নীল
  • জন্ম ও মৃত্যু= জন্ম-মৃত্যু

সহচর দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের সহচর হিসেবে যুক্ত থাকে পরপদটি, তাকে সহচর দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • দয়া ও মায়া = দয়ামায়া  
  • ধর ও পাকড় = ধরপাকড়
  • ছল ও চাতুরী = ছলচাতুরী
  • ধুতি ও চাদর= ধুতি-চাদর
  • ঘর ও বার=ঘর-বার
  • আকার ও ইঙ্গিত=আকার-ইঙ্গিত
  • বুক ও পিঠ=বুক-পিঠ
  • কাপড় ও চোপড় = কাপড়-চোপড়
  • পোকা ও মাকড় = পোকা-মাকড়

অনুচর দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে পরপদের অনুচর হিসেবে কাজ করে পূর্বপদটি. তাকে অনুচর দ্বন্দ্ব বলে। যেমন- 

কাল ও পরশু = কালপরশু;

বহুপদনিষ্পন্ন দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাস দুইয়ের বেশি পদের দ্বারা তৈরি, তাকে বহুপদনিষ্পন্ন দ্বন্দ্ব সমাস বলে।

যেমন-

  • রূপ, রস, গন্ধ ও স্পর্শ = রূপ-রস-গন্ধ-স্পর্শ
  • স্বর্গ, মর্ত এবং পাতাল = স্বর্গ-মর্ত-পাতাল
  • ইট, কাঠ ও পাথর = ইট-কাঠ-পাথর
  • সাহেব, বিবি ও গােলাম= সাহেব-বিবি-গােলাম
  • টাকা, আনা ও পাই = টাকা-আনা-পাই
  • নাচ,গান ও বাজনা= নাচ-গান-বাজনা
  • নাক,কান ও গলা= নাক-কান-গলা
  •  তেল,নুন ও লাকড়ি= তেল-নুন-লাকড়ি

অলুক দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদেগুলোর বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • হাতে ও কলমে = হাতে-কলমে, 
  • দেশে ও বিদেশে = দেশে-বিদেশে,
  • দুধে ও ভাতে = দুধেভাতে,  
  • মায়ে ও ঝিয়ে = মায়ে ঝিয়ে 
  • জলে ও স্থলে= জলে-স্থলে
  • ঘরে ও বাইরে= ঘরে-বাইরে

সংখ্যাবাচক দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদেগুলো সংখ্যা বোঝায়, তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • বিশ ও পঁচিশ = বিশ-পঁচিশ; 
  • সাত ও পাঁচ = সাত-পাঁচ, 
  • সাত ও সতেরো – সাত-সতেরো 
  • নয় ও ছয়= নয়-ছয়
  • লক্ষ অথবা কোটি = লক্ষ-কোটি

ক্রিয়াবিশেষণ পদের দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দুটোতেই  ক্রিয়াবিশেষেণ থাকে, তাকে ক্রিয়াবিশেষণ পদের দ্বন্দ্ব সমাস বলে। এ সমাস অলুক দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। যেমন- 

  • আগে ও পাছে = আগে পাছে, 
  • ধীরে ও সুস্থে = ধীরেসুস্থে
  • যাওয়া ও আসা= যাওয়া-আসা
  • চলা ও ফেরা= চলা-ফেরা
  • পাকে ও প্রকারে = পাকে-প্রকারে

ক্রিয়াপদের দ্বন্দ্ব 

যে সমাসের সমস্যমান পদ অর্থাৎ পূর্বপদ পরপদ উভয়েই  ক্রিয়াপদ, তাকে ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস বলে। যেমন— 

  • যাওয়া ও আসা = যাওয়া-আসা
  • লেখা ও পড়া = লেখাপড়া, 
  • চলা ও ফেরা = চলাপেরা, 
  • বাঁচা ও মরা = বাঁচা-মরা; 

বিশেষ্য পদের দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে  সমস্যমান  পদ দুটি বিশেষ্য বা বিশেষ্যের ভাব প্রকাশ করে, তাকেই বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • জন্ম ও মৃত্যু = জন্ম-মৃত্যু, 
  • জীবন ও মরণ = জীবন-মরণ; 
  • নদ ও নদী = নদ-নদী ইত্যাদি।

সর্বনাম পদের স্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয়েই সর্বনাম পদ নয়,বরং আলাদা পদ হয়, তাকে সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • যথা ও তথা = যথা-তথা; 
  • এখানে এবং সেখানে = এখানে-সেখানে, 
  • যা ও তা = যা-তা 
  • এটা আর ওটা = এটা-ওটা 

বিশেষণ পদের দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয়েই বিশেষণ হয়, তাকে বিশেষণ পদের দ্বন্দ্ব বলে। যেমন- 

  • কম ও বেশি = কম-বেশি; 
  • সহজ ও সরল = সহজ-সরল, 
  • বাকি ও বকেয়া = বাকি বকেয়া ইত্যাদি।

একশেষ দ্বন্দ্ব 

যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর মিলনে অন্য একটি পদ হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন- 

  • সে ও তুমি = তোমরা; 
  • সে, তুমি ও আমি – আমরা ইত্যাদি।

==========================================

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়