fbpx
Tuesday, September 17, 2024
spot_imgspot_img
HomeMobileপোকো এম৩ বাজারে আসতেই শেষ!

পোকো এম৩ বাজারে আসতেই শেষ!

Poco M3 logo

পোকো এম ৩

৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আকর্ষণীয় মডেল, শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি, ফুল এইচডিপ্লাস ডিসপ্লে আর ১৫০০০ হাজার টাকার বাজেট সেগমেন্টে শাওমি পোকো সিরিজের এ হ্যান্ডসেটটি প্রথম নজরে সবার দৃষ্টি কাড়তে সক্ষম। সেকারণে হ্যান্ডসেটটি বাজারের আসার সাথে সাথেই স্টক আউট হয়ে যায়। চলুন তাহলে দেখে নেয়া যাক এর এই মূল্যসীমায় পেকো এম ৩ কতটা যোগ্যতা অর্জন করল।

 

ডিসপ্লে:
ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও। যেকোনো স্ক্র্যাচ থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রযুক্তি। পেছনে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সাচরড।
ক্যামেরা:
ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাসহ রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেইসঙ্গে চমৎকার সেলফি নিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
প্রসেসর:
ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। এর ১১ ন্যানোমিটার প্রসেসরে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি খুবই কম গরম হয় এবং কম ব্যাটারি শক্তি খরচ করে।
র‌্যাম/রম
ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম সংস্করণে পাওয়া যাবে।
লক/আনলক
আনলক করতে ডিভাইসটির সাইডে ফিঙ্গরপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি:
৬০০০ এমএএইচ ব্যাটারির ফোনটি সম্পূর্ণ চার্জে আপনাকে নিশ্চয়তা দেয় সর্বোচ্চ ব্রাউজিং, সংযোগ, সারাদিন স্ট্রিমিং করার। সাধারণ ব্যবহারে পাঁচ দিন, মাঝারি মানের ব্যবহারে তিন দিন আর সর্বোচ্চ ব্যবহারেও নিশ্চিন্তে দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, নতুন ইন্টারফেস এমআইইউআই এর ব্যাটারি সেভিংস মোড ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। বক্সে ২২.৫ ওয়াটের একটি চার্জার থাকছে। ফোনটি রিভার্স ওয়্যার চার্জিংও সাপোর্ট করে।
রং:
পোকো এম৩ তিনটি কালার ভ্যারিয়েন্টে আসছে—পোকো ইয়োলো, কুল ব্লু ও পাওয়ার ব্ল্যাক।
মূল্য:
দাম ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ১৬ হাজার ৪৯৯ টাকা।
ভালো দিক:
দৃষ্টিনন্দন ডিজাইন
ডুয়াল স্পিকার সাথে জোরালো শব্দ
আই আর ব্লাস্টার
১০৮০ পি রেজুলেশন ডিসপ্লে
৬০০০ এমএএইচ বিশাল ব্যাটারি
১৮ ওয়াট ফাস্ট চার্জার
দূর্বলতা:
লো লাইট ক্যামেরা পারফরমেন্স বেশ দূর্বল
ভিডিওতে স্টাবিলাইজার নাই
গোমিং এর ক্ষেত্রে মাঝে মাঝে ল্যাগ হয়
ফিঙ্গার প্রিন্ট সেন্সর তুলামূলক ধীরগতি
ডেলাইটে ডিসপ্লে খুববেশি উজ্জ্বল না
জাইরোস্কোপ সেন্সর নাই

তো কি ভাবছেন?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়