fbpx
Tuesday, September 17, 2024
spot_imgspot_img
HomeTechFacebook থেকে নারী ব্যবহারকারীরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন

Facebook থেকে নারী ব্যবহারকারীরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন

Facebook, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ২০০৪ সালে কার্যক্রম শুরু করে। ধীরে ধীরে বিভিন্ন সুবিধা ও ফিচারের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে আসে। বিশ্বে এ মাধ্যমটির ব্যবহারকারী বর্তমানে প্রায় ৩০০ কোটির কাছাকাছি। বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটির বেশি। প্রতি মাসে গড়ে Facebook ব্যবহার করছেন ২৭০ কোটি মানুষ। তবে দিন দিন প্লাটফর্মটিকে নারী ব্যবহারকারীর সংখ্যা কমছে। এমনিতেও ২০২১ সালের শেষ তিন মাসে ১০০ কোটি ব্যবহারকারী হারিয়েছিল ফেসবুক। ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটির দাবি, ভারতে সবচেয়ে বেশি নারী ব্যবহারকারী কমার প্রবণতা দেখা দিয়েছে। তারা মনে করেন, পুরুষশাসিত সমাজের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমও পুরুষশাসিত। ফলে এখানে নিজেদের বিপন্ন অনুভব করেন ভারতীয় নারীরা। নিরাপত্তা ও গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার ভয়েই তারা ফেসবুক ছাড়ছেন। এছাড়াও ব্যবহারকারী কমার ক্ষেত্রে একটা বড় কারণ নগ্নতা। পাশাপাশি অ্যাপের নকশা সংক্রান্ত জটিলতা কিংবা সাক্ষরতাও বড় কারণ হিসেবে পরিগণিত হচ্ছে। অন্যদিতক যারা ভিডিও কনটেন্ট পছন্দ করেন, তাদের কাছে ক্রমশই ফেসবুকের প্রহণযোগ্যতা কমছে। এছাড়াও পারিবারিক বাধা ও হয়রানির কারণেও কমছে নারী ব্যবহারকারী। অন্যদিকে, অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার বৃদ্ধিও ব্যবহারকারী কমার অন্যতম কারণ বলছে বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে মেটার এক মুখপাত্র জানান, তাদের সংস্থা নিয়মিত ভাবে এ বিষয়ে গবেষণা করছে। কিন্তু সাত মাসের পুরনো একটা গবেষণাপত্র নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। তার মতে, ফেব্রুয়ারি মাসের একটা প্রতিবেদন কারণে এশিয়ায় ফেসবুকের ব্যবসা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। গবেষণা বলছে, ভারতে Facebook ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক। গত নভেম্বর পর্যন্ত ৪৫ কোটি ইউজার ফেসবুকে সক্রিয় ছিল। তবুও এদেশে ব্যবসা আরও বাড়াতে আগ্রহী মেটা। এমন পরিস্থিতির মধ্যেই নারী ব্যবহারকারী কমার এ তথ্য প্রকাশ্যে এলো। ২০১৭ সাল থেকে ২০২০ এই চার বছরে লাফিয়ে বেড়েছে ফেসবুকের ইউজার সংখ্যা। তবে ২০২১ সালের শেষে এসে ১০০ কোটি ব্যবহারকারী হারিয়েছে সামাজিক যোগাযোগের বিখ্যাত মাধ্যমটি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়