fbpx
Thursday, December 26, 2024
spot_imgspot_img
HomeTechটুইটার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

টুইটার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের নিত্যদিনের সঙ্গী। এর মধ্যে জনপ্রিয় একটি প্লাটফর্ম হলো টুইটার। ফেসবুকের ঠিক পরেই রয়েছে মাইক্রোব্লগিংয়ের এ প্লাটফর্ম। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই ব্যবহারকারী রয়েছে এবং দিন দিন তা বাড়ছে। তবে অনেক সময় বিভিন্ন কারণে অ্যাকাউন্ট বন্ধ করতে হয় বা ডিজেবল করে দিতে হয়। এক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে ব্যবহারকারীরা বেশি সমস্যায় থাকেন।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা পরিবর্তনে টুইটারে নতুন সব ফিচার আসছে। তবে ৪ হাজার ৪০০ কোটি ডলারে অধিগ্রহণের পর থেকে এ প্লাটফর্মে অনেক পরিবর্তন আসছে। কর্মী ছাটাইয়ের পাশাপাশি নতুন নিয়মের কারণে অনেকে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

বর্তমানে টুইটার নিজেই প্রায় ১০ লাখ ডি-অ্যাক্টিভেট অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। এতে অনেকেই হারিয়েছেন প্রয়োজনীয় নানান তথ্য। এ সমস্যা থেকে বাঁচতে নিজ থেকেই অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দিতে পারেন। এর জন্য কিছু পদক্ষেপ রয়েছে।

প্রথমে টুইটার অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর প্রোফাইল আইকনে ক্লিক করে ড্রপ ডাউন মেন্যু থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। নিচের দিকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট অপশন পাওয়া যাবে। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ ইনফরমেশন ভালোভাবে পড়ে তারপর ডিঅ্যাক্টিভ অপশনে ক্লিক করতে হবে।

এরপর টুইটার থেকে ইউজারনেম ও পাসওয়ার্ড চাওয়া হবে। সঠিকভাবে সব তথ্য দিয়ে কনফার্ম করলে ডিঅ্যাক্টিভেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে।
পুনরায় অ্যাকাউন্ট চালু করতে চাইলে ৩০ দিনের মধ্যে চালু করতে হবে। নির্ধারিত সময় শেষে আর অ্যাকাউন্ট ফিরে পাওয়া যাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়