fbpx
Saturday, September 7, 2024
spot_imgspot_img
HomeBD Info CategoryBengal BG211: চার সিমের সবগুলোই চলবে একসাথে

Bengal BG211: চার সিমের সবগুলোই চলবে একসাথে

ভাবতে পারেন, এক ফোনে চার সিম, অটোমেটিক কল রেকর্ড সুবিধা আবার সাথে সুপার পাওয়ার সেভিং অপশন?

সত্যিই তাই! এরকম একটি ফোন ফোন বাজারে নিয়ে এসেছে বেঙ্গল মোবাইল।

এইতো কয়েক বছর আগেও বেঙ্গলের ফোন সম্পর্কে আমরা কিছুই জানতাম না। তবে বাটন ফোনে বেশ নাম করেছে তারা। চার সিমের Bengal BG211 ফোনটি দিয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে অনেক ব্যবসায়ী আছেন ব্যবসার প্রয়োজনে একাধিক মোবাইল ব্যবহার করতে হয়, তাদের জন্য উপযুক্ত। আবার অনেক ফ্রিল্যান্সার আছেন যাদের অনেকগুলো সিম নম্বরের প্রয়োজন হয় বিভিন্ন অ্যাকাউন্ট পরিচালনার জন্য। আর সেকারণেই একাধিক ফোন ব্যবহারে সমস্যা দেবে মুক্তি দিতে ৪ সিমের এই ফোনটি হতে পারে দারুণ সলিউশন। 

চলুন তাহলে জানা যাক বেঙ্গল বিজি ২১১ ফোনটি সম্পর্কে-

ডিজাইন ও ডিসপ্লে: 

ফোনটির ডিসপ্লের মাপ ২.৪ ইঞ্চি। দেখতে সুন্দর, সকলের নজর কারবে। Bengal BG211 ফোনটির বডি উন্নত প্লাস্টিকের তৈরি।

সিম: 

একসাথে ৪ টি সিম ব্যবহার করতে পারবেন। তিনটি ন্যানো এবং একটি ফুল সাইজ সিম ব্যবহার করা যাবে। ৪টি সিম একসাথে সচল থাকার কারণে আর দুটি ফোন ব্যবহার করার প্রয়োজন হবে না।

মেমরি 

এই ফোনটিটে ৩২জিবি পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

ক্যামেরা 

খুব সাধারণ মানের ভিজিএ ক্যামেরা। আধুনিক যুগে আসলে এই ক্যামেরা দিয়ে খুব ভালো ছবি তোল যায় না। তবে ক্যামেরা ব্যবহার করতে হলে মেমরি কার্ড সংযুক্ত করতে হবে।

ব্যাটারি:  

Bengal BG211 ফোনটি ১৭০০ এম এ এইচ ব্যাটারি থাকছে। এতে করে ফোনটি এক থেকে দুই দিন পর্যন্ত চালাতে পারবেন। 

নেটওয়ার্ক:

ফোনটি‌ ‌‍২জি নেটওয়ার্ক সাপোর্ট করে। 

কানেক্টিভিটি:

২জি নেটওয়ার্ক WAP সার্ভি স ব্সাযবহার করতে পারবেন। তবে এই 5G জামানায় তা ভীষণ বেমানান। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বারে বারে কমিউনিকেশন এরর দেখায়। তবে বিভিন্ন কাজের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি কিছুটা কাজে আসবে।

গেমস্‌:

গেমস হিসেবে থাকছে একমাত্র Bee War। তবে খেলতে গেলে একটু পর পর টাকা চাইবে।

অন্যান্য: 

বেঙ্গল ইজি ২১১ ফোনটিতে আরো আছে ইউএসবি, এফ এম রেডিও, ভয়েস রেকর্ডারসহ আরো কিছু আপডেটেড ফিচার। সাথে পাবেন ডেডিকেটেড নিউজ, ক্রিকেট আপডেটসহ বিভিন্ন টিপস্‌ এর শর্টকাট মেনু।

স্পেসিফিকেশন:

মডেলBengal BG211
মোবাইলের ধরন বাটন 
প্রযুক্তিজি এস এম
নেটওয়ার্ক ২ জি 
সিম৪ কোয়াড সিম, কোয়াড স্ট্যান্ডবাই 
ডিসপ্লে২.৪” 
সিপিইউMTK Chipset 
ব্লুটুথ হ্যাঁ 
ইউএসবি হ্যাঁ 
ব্যাটারি ১৭০০ এম এ এইচ 
ক্যামেরা Digital Camera with Flash 
ভিডিও QVGA 
এফএম হ্যাঁ (তার বিহীন)
মূল্য৳১,৫৯৯

সুবিধা: 

  • ৪টি সিক একসাথে চালু
  • বড় ব্যাটিরি
  • ওয়্যারলেস এফএম রেডিও
  • উজ্জ্বল টর্চ লাইট
  • বড় স্ক্রিন
  • সফট বাটন
  • জোড়ালো শব্দ
  • ব্লুটুথ কানেটিভিটি
  • ভয়েস রেকর্ডার

সিমাবদ্ধতা: 

  • স্পিকার কোয়ালিটি খুব বেশি উন্নত না

বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশি দুয়ের অধিক সিম ব্যবহার করি। এর কারণে আমাদেরকে একের অধিক মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এই সমস্যার সমাধান দেবে বেঙ্গল বিজি-২১১ ফোনটি। তাই সিদ্ধান্ত নিন কি করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়