fbpx
Sunday, September 8, 2024
spot_imgspot_img
HomeMobile১৭ হাজারেই 8GB/ 256GB স্টেরেজের দূর্দান্ত Tecno Spark 20

১৭ হাজারেই 8GB/ 256GB স্টেরেজের দূর্দান্ত Tecno Spark 20

টেকনো মোবাইল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার সর্বশেষ স্মার্টফোন Tecno Spark 20 লঞ্চ করেছে। গ্রাহকদের সাধ্যের মধ্যে সেরা সব ফিচার নিয়ে বাংলাদেশের Tecno Spark 20 লঞ্চ হলেও, গ্লোবালি Spark 20 সিরিজের মোট চারটি স্মার্টফোন লঞ্চ হয়েছে (Spark 20,Spark 20C, Spark 20 pro,Spark 20 pro+)। Tecno Spark 20 ফোনটিতে আপনি পাচ্ছেন ৮ জিবি রেম এবং ২৫৬ জিবি ফোন মেমোরি। ফোনটির দাম ১৬,৯৯৯ টাকা নির্ধারণ করেছে। 

ফোনটিতে থাকছে হাই রিফ্রেশরেট, উচ্চ ক্ষমতার প্রসেসর, বেশি মেগাপিক্সেলের ক্যামেরা, অনেক স্টোরেজ, বিশাল ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং এর সাপোর্ট। 

ফোনটিতে আরো রয়েছে ৬.৫৬ ইঞ্চি সাইজের ডিসপ্লে, ১৬ মিলিয়ন কালার সাপোর্টেড আইপিএস এলসিডি ডিসপ্লে। ৭২০×১৬১২ পিক্সেল রেজুলেশনের একটি প্যানেল যার পিপিআই বা পিক্সেল পার ইঞ্চ হল ২৬৭ এবং ডিসপ্লে প্যানেলটির রিফ্রেশ রেট থাকছে ৯০ হার্জ। তাছাড়াও ডিসপ্লেটিতে রয়েছে ডাইনামিক আইসল্যান্ড ফিচার। বিভিন্ন নোটিফিকেশন সময়  বিভিন্ন লুকের সাথে আপনার সামনে উপস্থিত হবে।

স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে android 13। কাস্টম ইউ আই হিসেবে রয়েছে HiOS সাপোর্ট। ফোনটির প্রসেসিং ইউনিট বা প্রসেসর হিসেবে রয়েছে Mediatek MT6769Z Helio G85 (12nm)। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ অক্টোবর 2.0 GHz এর ক্লক স্পিড, এর ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত।

ফোনটির পিছনের মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, ১.৬ (ওয়াইট) লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন এর সাথে ২.২ মেগাপিক্সেলের (ওয়াইট) লেন্সটি থাকছে। 

ফোনটিতে আরো পাচ্ছেন ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ১৮ হোয়াট ফাস্ট চার্জিং। 

ডিভাইসটিতে রয়েছে ডুয়েল সিম (ন্যানো সিম ডুয়েল স্ট্যান্ডবাই), ফোনটিতে টুজি থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট করবে এবং অন্যান্য ফিচার এর মধ্যে রয়েছে ও ওয়াই ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এ ছি, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি ২.০, ওটিজি, সুপার ভলিউম ৪০০% এর সাপোর্ট।

এক নজরে দেখে নেই এর স্পেসিফিকেশন: 

উন্মোচিত১ ই, ডিসেম্বর, ২০২৩ 
সর্বশেষ সংষ্করণ১১ ই, জানুয়ারি, ২০২৪ 
নেটওয়ার্ক জিএসএম/এইচ এস পি এ/এল টি ই/5G 
২ জিজি এস এম ৮৫০ / ৯০০ / ১৮০০ / ১৯০০ – সিম ১ এবং সিম ২
৩ জিএইচ এস ডি পি এ ৮৫০ / ৯০০ / ২১০০ 
৪ জিলাইট
গতিএইচ এস পি এ ৪২.২/৫.৭৬ এম বি পি এস, এল টি ই ক্যাট ৪ ১৫০/৫০ এম বি পি এস 
আকার১৬৩.৭ x ৭৫.৬ x৮.৫ মি মি (৬.৪৪ x ২.৯৮ x ০.৩৩ ইঞ্চি )
ওজন————–
সিমDual SIM (Nano-SIM, dual stand-by)
ডিসপ্লেধরণ:  IPS LCD capacitive touchscreen, ১৬ মিলিয়ন কালার, 90Hzমাপ: ৬.৬ ইঞ্চি, ১০৪.৬ সেমি২ (~৮৪.৬% স্ক্রিন-টু-বডি অনুপাত)রেজুলেশন: ৭২০ x ১৬১২ পিক্সেল, ২০:৯ অনুপাত (~২৬৭ ppi ঘনত্ব)
অপারেটিং সিস্টেমঅপারেটিং সফটওয়ার:  Android 13চিপসেট: মিডিয়াটেক এম টি ৬৭৬৯z হিলিও জি৮৫ (১২এনএম)প্রসেসর: অক্টাকোর (2×2.0 GHz Cortex-A75 & 6×1.8 GHz Cortex-A55) জিপিইউ: Mali-G52 MC2 
মেমরিকার্ড স্লট: microSDঅভ্যন্তরিন: ২৫৬ জিবি
সিকিউরিটি সিস্টেমside-mounted Fingerprint, accelerometer, proximity, compass
র‌্যাম৮ জিবি
রেডিওহ্যাঁ 
ক্যামেরাপিছনে: ৫০ মেগাপিক্সেল, f/১.৬, (wide), ০.৬৪µm, PDAF, ০.০৮ মেগাপিক্সেল (auxiliary lens) ভিডিও: ১৪৪০ p@৩০fps, ১০৮০ p@৩০fps
সেলফি: ৩২ মেগাপিক্সেল, f/২.২ মেগাপিক্সেল (wide)ভিডিও: ১০৮০ p@৩০fps
ব্যাটারি৫০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং ১৮ ওয়াট, Non-removable Li-Po
সাউন্ডলাউড স্পিকার৩.৫ মিমি জ্যাক 
অন্যান্যWi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, 5.2, A2DP, LE, A2DP, USB Type-C, OTG  
মডেল মূল্যTecno Spark 20৳১৬,৯৯৯
প্রস্তুতকারকচীন
কালারগ্র্যাভিটি ব্ল্যাক, সাইবার হোয়াইট, নিয়ন গোল্ড। 

Tecno Spark 20 ফোনটি ২০২৪ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করে। বাংলাদেশের বাজারে বর্তমানে ৮ জিবি ২৫৬ জিবি ভেরিয়েন্ট টি ১৬৯৯৯ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। 

এই প্রাইস সেগমেন্টে বর্তমানে বাংলাদেশের সেরা ফোন বলতেই পারেন Tecno Spark 20 ফোনটিকে। আপনার সাধ্যের মধ্যে সেরা ফোন হতে পারে এটি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়