Gigabyte B660 Gaming X DDR4 Motherboard
ইন্টেল সম্প্রতি 12th জেনারেশনের প্রসেসর উন্মুক্ত করেছে। তবে এখন শুধুমাত্র K সিরিজের কয়েকটি প্রসেসর বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো হল Core i5-12600K, Core i7-12700KF, Core i7-12700K ও Core i9-12900K। K সিরিজ মূলত আনলক্ড প্রসেসর, অর্থাৎ এগুলো ওভারক্লক করা যায়। যারা হাই-এন্ড গেমার বা কনটেন্ট ক্রিয়েটর তারাই এগুলোর প্রধান ক্রেতা। আর এ কারণেই এই সিরিজের প্রসেসর গুলোর দাম তুলনামূলক বেশি। আনলক্ড প্রসেসর বেশ তাপ উৎপন্ন করে তাই এর জন্য Z690 চিপসেটের উন্নত হিটসিংক সমৃদ্ধ Motherboard ব্যবহার করা হয়। প্রসেসরের ন্যায় এর Motherboard গুলোও বেশ দামী হয়ে থাকে।
Gigabyte B660 GamingX DDR4
তবে হতাশ হবার কিছু নেই, যারা সাধারণ ব্যবহারকারী তাদের জন্যও রয়েছে ইন্টেলের লকড্ প্রসেসর। যেগুলোর দাম হাতের লাগালেই থাকে। এ প্রসেসর গুলোর জন্য বেশ কিছু মাদাবোর্ডে B660 চিপসেটটি ব্যবহার করা হবে, এমনটাই এক ‘লিক’ খবরে জানা গেছে। নন-ওভারক্লক সিরিজের প্রসেসর ও B660 চিপসেট যুক্ত মাদারবোর্ডগুলো ২০২২ সালের জানুয়ারিতে লঞ্চ হতে চলেছে, সম্ভবত CES 2022 প্রেস কনফারেন্সের ঠিক পরে। জনপ্রিয় প্রযুক্তি পণ্য নির্মাতা Gigabyte-এর এমন একটি মাদারবোর্ডের খবর জানা গেছে (সূত্র: TechPowerUP)। মডেল Gigabyte B660 GamingX DDR4। আজকের আলোচনায় থাকছে এর লিকড্ হওয়া স্পেসিফিকেশন নিয়ে।
Gigabyte B660 GamingX DDR4 Secification:
এই গেমিং এক্স বোর্ডর র্যাম ফ্রিকোয়েন্সি এখনও চূড়ান্ত ভাবে জানা না গেলেও এটি যে DDR4 মেমরি সমর্থন করবে তা এর মোড়কের ছবি দেখলেই বোঝা যায়।
প্রধান x16 স্লট Gen5 এবং প্রাথমিক M.2 স্লট Gen4 সমর্থন করতে পারে ,যেগুলো সরাসরি CPU এর সাথে সংযুক্ত।
Gigabyte B660 IO pannel
আরও দেখুন:
আপনার অ্যানড্রয়েড ফোনের জন্য জরুরি কিছু কোড
ডিজেআই ড্রোন খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসছে