fbpx
Tuesday, October 22, 2024
spot_imgspot_img
HomeTechAdobe Software গুলোতে বাংলা ইউনিকোড ফন্ট আর ভাঙ্গবে না

Adobe Software গুলোতে বাংলা ইউনিকোড ফন্ট আর ভাঙ্গবে না

Adobe Software গুলোতে বাংলা ইউনিকোড ফন্ট ভাঙ্গার সমাধান

Adobe Software গুলোতে সহজে ইংরেজী লেখা গেলেও বাংলার ক্ষেত্রে যুক্ত শব্দগুলো লিখতে ভেঙ্গে যায়।  এতে বিজয় Classic Software -এ যুক্ত অক্ষর লেখা গেলেও ইউনিকোড লিখতে গেলে অক্ষর ভেঙ্গে যায়।

অ্যাডোবি সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের সমস্ত সফটওয়্যার এখন আর বাংলা ইউনিকোড ফন্ট ভেঙে ফেলবে না। এই পরিবর্তনটি বাংলাভাষী ব্যবহারকারীদের জন্য একটি বড় স্বস্তি, যারা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এটা শুধু নতুন ভার্সনের ক্ষেত্রেই প্রযোজ্য। যারা এখনো পুরাতন ভার্সন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এ সমস্যার সমাধান জেনে নিন।

Photoshop

Adobe এর জনপ্রিয় প্রোডাক্ট গুলোর মধ্যে অন্যতম ফটোসপ। ছবি সম্পাদনার জন্য সারাবিশ্বে এক নামেই এর পরিচিতি।
Photoshop Menu > Edit > Preferences > Type
* World Ready Layout-এ টিক মার্ক দিয়ে OK করে ফটোসপ পুনরায় চালু করতে হবে।
এরপর Photoshop চালু করে Paragraph-এর Setting থেকে World Ready Layout কে Select করতে হবে
Bangla font correction

Illustrator

Adobe Illustrator হল একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যা ভেক্টর-ভিত্তিক গ্রাফিক্স তৈরি করতে ব্যবহৃত হয়। এটি লোগো, আইকন, গ্রাফিক্স, এবং অন্যান্য গ্রাফিক্স তৈরি করতে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার।

ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বাংলা ইউনিকোড ভাঙ্গা ফন্ট ঠিক করতে
Illustrator Menu > Edit > Preferences > Type
Language Option থেকে
* Show Indic Option -এ টিক মার্ক দিয়ে OK করতে হবে।

After Effects

অ্যাডোবি আফটার ইফেক্টস হল একটি মোশন গ্রাফিক্স সফটওয়্যার যা চলচ্চিত্র, টেলিভিশন, এবং ওয়েব ভিডিওতে ভিজুয়াল ইফেক্টস তৈরি করতে ব্যবহৃত হয়।

আফটার ইফেক্টস এর ক্ষেত্রে
After Effects Menu > Edit > Preferences > Type Text Engine
* South Asian and Middle Eastern -এ টিক মার্ক দিয়ে OK করতে হবে।

Premiere Pro

প্রিমিয়ার প্রো ভিডিও এডিটরদের পছন্দের তালিকার ওপরের দিকের একটি সফটওয়ার। এমনকি হলিউডের বিগ বাজেটের সিনেমাও এই সফটওয়ারের মাধ্যমে এডিট করা হয়। আমাদের দেশে এর জনপ্রিয়তা অনেক। 

প্রিমিয়ার প্রো এর ক্ষেত্রে ফন্ট ঠিক করতে চাইলে
Premiere Pro Menu > Edit > Preferences > Graphics
Text Engine
* South Asian and Middle Eastern-এ টিক মার্ক দিয়ে OK করতে হবে।

** Menu থেকে সফটওয়ার অনুসারে টিক মার্ক দিয়ে Restart করে নিলেই সমস্যা সমাধান **

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়