fbpx
Monday, January 13, 2025
spot_imgspot_img
HomeTechtwitter বা X-এ ডাউনভোট ফিচার চালু

twitter বা X-এ ডাউনভোট ফিচার চালু

দীর্ঘ আলোচনা-সমালোচনার পর মাইক্রোব্লগিং প্লাটফর্ম twitter অধিগ্রহণ সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম ধনী ইলোন মাস্ক। অধিগ্রহণের আগে প্লাটফর্মে একাধিক পরিবর্তন আনার কথাও জানিয়েছিলেন টেসলা প্রধান। এর অংশ হিসেবে এবার প্লাটফর্মে ডাউনভোট ফিচার চালু করা হয়েছে।

টুইটারের নতুন এ ফিচারের মাধ্যমে কী কী কাজ করা যাবে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে এটুকু নিশ্চিত ডে এটি ইউটিউবের ডিসলাইক বাটনের মতো নয়। ফিচারটি সরাসরি পোস্টের পরিবর্তে শুধু পোস্টের উত্তর দেওয়ার জন্য রাখা হয়েছে।

টুইটারে অপমানজনক ভাষা ও অপ্রাসঙ্গিক মন্তব্যের সঙ্গে মোকাবিলা করার জন্য এই ফিচারটি ব্যবহার করা হবে। তবে ডাউনভোট ফিচার পাবলিক করা হবে না। এমনকি ডাউনভোট গণনা করারও কোনো উপায় নেই। এখন থেকে কোনো ব্যবহারকারী সাড়া না দিলে, তারা টুইটারে ডাউনভোট করে তা জানাতে পারবেন।

টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাউনভোটগুলো ব্যক্তিগত, এই ভোটগুলো কখনো পাবলিক করা হবে না। এমনকি এই ফিচারের বিষয়ে টুইটার অন্য কারো সঙ্গে তথ্য আদান প্রদানও করবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়