fbpx
Friday, January 3, 2025
spot_imgspot_img
HomeEntertainmentBangladesh vs Sri Lanka Series 2024 Fixture Free Download

Bangladesh vs Sri Lanka Series 2024 Fixture Free Download

২০২৪ সালের মার্চে বাংলাদেশ সফরেে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রকাশিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজের চূড়ান্ত সময়সূচী এবং ভেন্যু। ২০২৪ এর বিপিএলর মাঝেই জানা গেছে টাইগারদের আগামী সিরিজের সময় ও ভেন্যু। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের কোন ম্যাচ ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।  

T-20 series

তারিখম্যাচসময়ভেন্যু
৪ মার্চবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (প্রথম টি-২০)সন্ধ্যা ৬ টাসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৬ মার্চবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দ্বিতীয় টি-২০)সন্ধ্যা ৬ টাসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৯ মার্চবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (তৃতীয় টি-২০)দুপুর ৩ টাসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

ODI series

তারিখম্যাচসময়ভেন্যু
১৩ মার্চবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (প্রথম অডিয়াই)দুপুর ২ টাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১৫ মার্চবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দ্বিতীয় অডিয়াই)দুপুর ২ টাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১৮ মার্চবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (তৃতীয় অডিয়াই)সকাল ১০ টাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

Test series

তারিখম্যাচসময়ভেন্যু
২২ মার্চবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (প্রথম টেস্ট)সকাল ৯:৩০সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৩০ মার্চবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দ্বিতীয় টেস্ট)সকাল ৯:৩০জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

বাংলাদেশের সম্ভাব্য খেলোয়ারদের তালিকা

  1. মোহাম্মদ নাঈম
  2. নাজমুল হোসেন শান্ত
  3. তৌহিদ হৃদয় 
  4. মাহেদী হাসান
  5. মাহমুদুল্লাহ রিয়াদ
  6. সৌম্য সরকার
  7. এনামুল হক
  8. লিটন দাস
  9. জাকের আলি
  10. মোস্তাফিজুর রহমান
  11. রিসাদ হোসেন
  12. শরিফুল ইসলাম
  13. তাইজুল ইসলাম
  14. তানজিদ হাসান সাকিব
  15. তাসকিন আহামেদ

শ্রীলংকার সম্ভাব্য খেলোয়ারদের তালিকা

  1. অভিষ্কা ফার্নান্দো
  2. চারিথ আসালাঙ্কা
  3. সাদিরা সামারাবিক্রমা
  4. অ্যাঞ্জেলো ম্যাথিউস
  5. দাসুন শানাকা
  6. ধনঞ্জয়া ডি সিলভা
  7. কামিন্দু মেন্ডিস
  8. ওয়ানিন্দু হাসারাঙ্গা
  9. কুসল মেন্ডিস
  10. কুশল পেরেরা
  11. নিরোশান ডিকভেলা
  12. আকিলা ধনঞ্জয়া
  13. বিনুরা ফার্নান্দো
  14. দিলশান মাদুশঙ্কা
  15. জেফরি ভ্যান্ডারসে
  16. মহেশ থেকশানা
  17. মাথিশা পাথিরানা
  18. নুয়ান থুশারা

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এর মধ্যে তিনটি টি-টোয়েন্টি তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজটি শুরু হবে। সিরিজের বাকি ২ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৬ মার্চ ও ৯ মার্চ।

এরপর দুই দলেই চলে আসবে চট্টগ্রামে। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে, এবং সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৫ মার্চ ও ১৮ মার্চ।

এর পরেই খেলা হবে সিলেটে।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ হবে বাংলাদেশ শ্রীলংকার মধ্যকার বিপাক্ষিক সিরিজটি। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলংকা। সেখানে প্রথম টেস্ট শুরু হবে ২২ মার্চ দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ।

সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টা থেকে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা তিনটা থেকে। অন্যদিকে ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় দুটি ওয়ানডে ম্যাচ হবে দুপুর ২:৩০ মিনিট থেকে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টা থেকে। টেস্ট সিরিজ শুরু হবে সকাল ৯:৩০ মিনিট থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়