এনআইডির বিপরীতে কোন অবৈধ সিম নিবন্ধিত আছে কিনা তা জানবেন যেভাবে
একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১৫টি সিমকার্ড নিবন্ধন করা যায়। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিমকার্ড নিবন্ধিত হয়েছে তা কোনো চার্জ ছাড়াই ঘরে বসে জানা যাবে। যদি দুর্বৃত্তরা অপরাধ সংঘটনের জন্য আপনার অজান্তেই অপরিচিত সংযোগের নিবন্ধন করে তাহলে আপনি সহযেই তা বের করতে পারবেন।
এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তা বন্ধ করতে পারবেন।
পদ্ধতি :
যে কোনো মোবাইল নম্বর থেকে কল অপশনে গিয়ে *১৬০০১# লিখে ডায়াল করতে হবে। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে।
তখন এনআইডির শেষ চারটি সংখ্যা চাপতে হবে। এর কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে সব নম্বর চলে আসবে।
এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তা বন্ধ করে দিন।